Newtown Porn Update: নিউটাউন পর্ন মামলায় পুলিশের জালে পর্ন মডেল স্নেহাশিস বল
ধৃত ব্যক্তি বাংলা সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি পর্ন ছবিতে মডেলের কাজ করতেন, দাবি পুলিশের
প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: নিউটাউন পর্ন মামলায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত।
ধৃত ব্যক্তি বাংলা সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি পর্ন ছবিতে মডেলের কাজ করতেন, দাবি পুলিশের। মুম্বই পর্ন মামলায় রাজ কুন্দ্রার সঙ্গে অভিযুক্তদের কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের নজরে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
নন্দিতা দত্ত, মৈনাক ঘোষ, শুভঙ্কর দে-র পর স্নেহাশিস বল। নিউটাউন পর্ন মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে দমদম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, পর্ন ছবিতে মডেলের কাজ করতেন স্নেহাশিস। একাধিক বাংলা সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।
২৬ জুলাই নিউটাউনের একটি হোটেলে ফটোশ্যুটের নামে ডেকে নিয়ে গিয়ে, এক তরুণীকে দিয়ে পর্ন শ্যুট করানোর অভিযোগ ওঠে। অভিযোগকারিণী দাবি করেন, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার অ্যাপে তাঁর ছবি আপলোড করা হয়।
যদিও এই অভিযোগ মানতে চাননি ধৃত নন্দিতা দত্ত। তিনি বলেন, মুম্বইয়ের সঙ্গে আমাদের কোনও যোগসূত্র নেই। আমরা আপলোড করতাম না।
তিনি যোগ করেন, এই যে পর্ন কাণ্ড পর্ন কাণ্ড বলে নিউজ হচ্ছে, আমাকে সবার আগে বলা হোক হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ পর্নোগ্রাফি। আমরা ন্যুড শ্যুট করেছিলাম। ন্যুড শ্যুট যদি পর্নোগ্রাফির মধ্যে পড়ে তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত হাজার হাজার ন্যুড শ্যুট হচ্ছে, সবাইকেই তাহলে অ্যারেস্ট করতে হয়।
যদিও সূত্রের খবর, ‘হট শট’ অ্যাপের জন্যই নিউটাউনে পর্ন শ্যুট করা হয়েছিল। অন্যদিকে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই অ্যাপে পর্ন ভিডিও আপলোড করার অভিযোগ রয়েছে।
ফলে মুম্বই পর্ন মামলার সঙ্গে নিউটাউনের কোনও যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের শ্যুটিংয়ের জন্য টাকার জোগান কোথা থেকে আসছিল, সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, শনিবার রাতে হুগলির চুঁচুড়া থেকে শুভঙ্কর দে নামে এক ভিডিওগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় শুভঙ্কর জানিয়েছেন, নন্দিতা ও মৈনাক ভিডিও শ্যুটের জন্য তাঁকে মেমরি চিপ দিতেন। কাজ শেষে তাঁরাই মেমরি চিপ ফেরত নিতেন।