Safe Drive Save Life: দুর্ঘটনামুক্ত হোক শহর, পথনাটিকায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর বার্তা পুলিশের
Safe Drive Save Life: পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা শহর ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর পোস্টারে ছয়লাপ হয়ে গেলেও, মানুষ এখনও সাবধান হচ্ছেন না।
রঞ্জিত সাউ, রাজারহাট: সতর্কবার্তা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না বিপদ। দুরন্ত গতির বলি হওয়া নিয়ে সচেতনতা বাড়াতে এ বার অভিনব উদ্যোগ পুলিশের। পথনাটিকার আয়োজন করে সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (Safe Drive, Save Life) কর্মসূচিকে ছড়িয়ে দেওয়া হল। পথ দুর্ঘটনা থেকে বাঁচতে গতিতে নিয়ন্ত্রণ রাখআর বার্তা দেওয়া হল সাধারণ মানুষকে।
বিধাননগর (Bidhannagar) কমিশনারেটের অন্তর্গত রাজারহাট থানা এবং রাজারহাট ট্র্যাফিক গার্ডের যৌথ উদ্যোগে বুধবার রাজারহাট চৌমাথায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধাননগরের ডিসি (নিউটাউন জোন) বিশপ সরকার, এসিপি মধুসূদন মুখোপাধ্যায়, রাজারহাট থানার আইসি জামালউদ্দিন মণ্ডল, রাজারহাটের ট্র্যাফিক ইনস্পেক্টর সাবির আব্বাস –সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
এ দিন সেখানে পথনাটিকার মাধ্যমে তুলে ধরে হয় পথ দুর্ঘটনার (Road Accident) ভয়াবহ বাস্তব চিত্র। তাতে দেখানো হয়, কানে ইয়ারফোন গুঁজে রাস্তা পেরোচ্ছেন এক যুবক। তাঁর ঠিক পাশ ঘেঁষেই রাস্তা পার হচ্ছেন এক বৃদ্ধাও। সেই সময় উল্টো দিক থকে দ্রুত গতিতে ছুটে আসে একটি মোটরসাইকেল। চালকের মাথায় হেলমেট নেই। কাছাকাছই পৌঁছে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে মরিয়া চেষ্টা চালাতে শুরু করেন তিনি। কিন্তু মোটরসাইকেলটি সটান গিয়ে ধাক্কা মারে ওই বৃদ্ধাকে।
আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২
নাটকের দৃশ্যে এমনও দেখানো হয় যে, দুর্ঘটনার পর তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন পথচলতি মানুষ। সেই সময়ই মোটরসাইকেল আরোহী ওই যুবক এবং কানে ইয়ারফোন গুঁজে রাস্তা পার হওয়া ওই যুবকের মধ্যে বচসা বেধে যায়।সেইসময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা শহর ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর পোস্টারে ছয়লাপ হয়ে গেলেও, মানুষ এখনও সাবধান হচ্ছেন না। তাই পথনাটিকার মাধ্যমেই সচেতনতা তৈরিতে উদ্যোগী হয় পুলিশ।