Saradha Chit Fund Case: সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে তলব ইডির
রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে আগামী ২৫ মার্চ তলব করা হয়েছে
প্রকাশ সিনহা, কলকাতা: সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ২৫ মার্চ ডাকা হয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে। সারদা মামলাতেই আজ ইডির দফতরে যান মদন মিত্র এবং বিবেক গুপ্ত। একই মামলায় প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারকেও ডেকেছে ইডি।
ভোটমুখী বাংলায় কয়লা-গরু-চিটফান্ডকাণ্ডে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। রাজনৈতিক নেতাদের পাশাপাশি এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। শুক্রবার সারদা মামলায় ইডি-র দফতরে হাজিরা দেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত।
শুক্রবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যান মদন মিত্র। ইডির প্রশ্নের মুখোমুখি হওয়ার পাশাপাশি বেশ কিছু নথিও জমা দেন তিনি। মদন মিত্র বলেন, সহযোগিতা করব, করছিও । মদন মিত্র ইডির দফতরে থাকাকালীনই সিজিও কমপ্লেক্সে হাজির হন বিবেক গুপ্ত। তিনিও কিছু নথি জমা দেন। ইডি সূত্রের খবর, জোড়সাঁকোর তৃণমূল প্রার্থীকে আবার ৮ এপ্রিল ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে।
প্রাক্তন সাংসদ ও জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত বলেন, ‘‘সুদীপ্ত সেনকে আমি চিনি, এত বড় বিজনেসম্যান! তাঁর সঙ্গে বৈঠক হবে না! মদনের জিজ্ঞাসাবাদ চলছে ৷’’ সারদা মামলায় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ এবং প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারকেও তলব করেছে ইডি ৷ প্রথম দফা ভোটের ঠিক দু’দিন আগে, অর্থাৎ ২৫ মার্চ সুরজিৎ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকেরা।
ইডি সূত্রের দাবি, সারদার একাধিক অনুষ্ঠানে সুরজিৎ কর পুরকায়স্থকে দেখা গিয়েছিল। ইডি আধিকারিকরা জানতে চান, তাঁর সঙ্গে সারদার যোগাযোগ কীভাবে? কোন সূত্রে? সারদা থেকে কি তিনি কোনও আর্থিক সুবিধা পেয়েছিলেন? প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারকেও ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, চুক্তি ছাড়াই সারদার পরামর্শদাতা হিসেবে লক্ষ লক্ষ টাকা বেতন নিতেন রজত মজুমদার। এর আগে সারদাকাণ্ডেই রজত মজুমদারকে গ্রেফতার করে সিবিআই।
সেসময় অভিযোগ ওঠে, প্রাক্তন পুলিশকর্তা সুদীপ্ত সেন এবং প্রভাবশালীদের মধ্যে যোগসূত্র ছিলেন রজত। রজত মজুমদার এদিন ইডি-র দফতরে হাজির হয়ে বেশ কিছু নথি জমা দেন। ২৪ মার্চ তাঁকে ফের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! এর আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আইকোর মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল সিবিআই। এবার রাজনৈতিক নেতাদের পাশাপাশি তলব করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে।