SSC Recruitment: ক্যানসার আক্রান্ত সোমাকে অবিলম্বে নিয়োগের নির্দেশ, সাত দিন সময় SSC-কে
SSC Recruitment Scam: ক্যানসার আক্রান্ত এই চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের (Calcutta High court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) দেওয়া চাকরির প্রস্তাব ফিরিয়ে দেন।
কলকাতা: আন্দোলনরত SSC চাকরিপ্রার্থী সোমা দাসকে ৭ দিনের মধ্যে সহকারী শিক্ষকের চাকরি দিতে অবিলম্বে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ (SSC Recruitment Scam)। স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যানকে নির্দেশ দিলেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব। পাশাপাশি দিতে বলা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্টও। ১৪ মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান, বিক্ষোভ চলছে এসএসসি-র নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের। তাঁদেরই একজন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। ক্যানসার আক্রান্ত এই চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের (Calcutta High court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) দেওয়া চাকরির প্রস্তাব ফিরিয়ে সবার নজর কেড়েছেন।
বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগদুর্নীতি সংক্রান্ত মামলার দায়িত্বে রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমে ছবি দেখে সোমাকে (Soma Das) ডেকে পাঠান বিচারপতি। জানান, প্রয়োজনে তিনি অন্যত্র চাকরির বন্দোবস্ত করে দেবেন সোমাকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন সোমা। জানান, শিক্ষক হওয়াই স্বপ্ন ছিল তাঁর। জীবনের সঙ্গে লড়ছেন। এই লড়াইও চালিয়ে যাবেন। একার নয়, এত দিন ধরে যাঁদের সঙ্গে আন্দোলন করছেন, তাঁদের সকলেরই চাকরি পাওয়া দরকার বলে মন্তব্য করেন সোমা।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'বিজেপি-র বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান', অর্জুনকে উষ্ণ অভিন্দন অভিষেকের
এর পর সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুলশিক্ষা দফতরের সচিবকে সোমা দাসের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। বলেন, ক্যানসার আক্রান্ত সোমাকে সহকারী শিক্ষকের পদে নিয়োগ করা যায় কি না, জানতে চান তিনি। প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধও জানান। চাকরি না পেলে চিকিৎসার খরচের ১৫ লক্ষ টাকা সোমার পক্ষে জোগাড় করা যে অসম্ভব, তার উপরও আলোকপাত করেন। সোমার সঙ্গে কথা বলে চটজলদি সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেন। গত সোমবার এমন সুপারিশ করেছিলেন বিচারপতি। সিদ্ধান্তগ্রহণের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই মতোই সোমাকে চাকরিতে নিয়োগের নির্দেশ এল।
ক্যানসারে জর্জরিত শরীর নিয়েই আন্দোলন সোমার
২০১৯ সালে ক্যান্সার ধরা পড়ে সোমার। কিন্তু সামর্থ্য নেই চিকিৎসার বিপুল খরচ বহন করার। কোনও রকমে কষ্ট করে চলে নামমাত্র চিকিৎসা। সেই অবস্থাতেই চাকরিপ্রার্থীদের আন্দোলনে যোগ দিতে কলকাতায় চলে আসেন সোমা। ক্যানসারের যন্ত্রণা ঢেকেই আন্দোলন শুরু করেন। সোমা জানিয়েছিলেন, শরীর যদি সায় দেয়, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তিনি।