WB Corona Unlock: সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা
শেষ মেট্রো সন্ধে সাড়ে ৬টার বদলে ছাড়বে সন্ধে ৭টায়।
![WB Corona Unlock: সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা The number of staff special metros has been increasing from Monday WB Corona Unlock: সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/18/c85271c0caab12388c5989616f55989d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সোমবার থেকে আরও বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো। সোমবার থেকে ৬২টির বদলে চলবে ৯০টি স্টাফ স্পেশাল। শেষ মেট্রো সন্ধে সাড়ে ৬টার বদলে ছাড়বে সন্ধে ৭টায়। দক্ষিণেশ্বর-গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টায়।
গত সপ্তাহেই স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা সংখ্যা বাড়ানো হয়েছে। একসঙ্গে ২২ টি কোচ চলাচল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে পর্যন্ত ৪০টি মেট্রো চলছিল। গত সোমবার অর্থাৎ ২৮ জুন থেকে যা বেড়ে হয়েছে ৬২ টি। স্টাফ স্পেশাল মেট্রো সংখ্যা বাড়ানোর জেরে অফিস টাইমে ১১ থেকে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাচ্ছিল। আপদকালীন বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের আই কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারবেন। কারণ, টোকেনের কেটে মেট্রো চড়ার বিষয়টি এখনও বন্ধ রয়েছে।
২৮ জুন সিদ্ধান্ত হয়েছিল রথেকে ৪০টি থেকে বেড়ে ৬২ টি স্টাফ স্পেশাল মেট্রো চলবে। তবে এবার থেকে ৯০ টি স্পেশাল ট্রেন চলবে। অফিস টাইমে ১৫ মিনিট থেকে কমে দুই মেট্রোর ব্যবধান হবে ৭ থেকে ৮ মিনিট। রেলকর্মীরাই শুধু নন বিভিন্ন এর্মাজেন্সি সার্ভিসেসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চড়তে পারবেন স্টাফ স্পেশাল মেট্রোয়। আপদকালীন পেশায় যুক্ত থাকার পরিচয়পত্র ও মেট্রোর স্মার্টকার্ড থাকলেই চড়া যাবে স্টাফ স্পেশাল মেট্রোয়। মেট্রো সংখ্যা বাড়ায় অফিস টাইমে সুরাহা হবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা
রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। তবে এখনই পুরোপুরি আনলকের পথে হাঁটছে না রাজ্য। করোনা সামলাতে কিছু কিছু বিধিনিষেধ থাকছেই। আগামী ১৫ জুন পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে বলেই জানানো হয়েছে রাজ্যের তরফে। ট্রেন চলাচলে এখনও ছাড় নেই। পাশাপাশি রাস্তায় সরকারি এবং বেসরকারি বাস ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের অনুমতি পেয়েছে। পার্লার খুলছে। বাজার-দোকান খোলারাখার সময়সীমাও কিছুটা বাড়ানো হয়েছে। খুলে গিয়েছে শপিং মলও। তবে করোনা বিধি মেনে তবেই মিলবে প্রবেশের অনুমতি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)