Ustad Rashid Khan: "বাড়ির সামনে স্নাইপার তাক করা, বেরোলেই গুলি", শিল্পী রাশিদ খানকে হুমকি, ৫০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ
উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার শিল্পীর প্রাক্তন গাড়িচালক ও প্রাক্তন অফিস অ্যাসিস্ট্যান্ট...
![Ustad Rashid Khan: Ustad Rashid Khan allegedly receives death threat ransom call Singer's former driver office assistant arrested Ustad Rashid Khan:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/bd3beb1b45ff67f8b2228958de75ac64_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নাকতলার বাড়ির সামনে স্নাইপার তাক করা, বেরোলেই গুলি। সঙ্গীতশিল্পী রাশিদ খানকে প্রাণনাশের হুমকি, ৫০ লক্ষ টাকা তোলাও চাওয়া হয় বলে অভিযোগ।
তদন্তে নেমে উত্তরপ্রদেশের লখনউ থেকে গ্রেফতার শিল্পীর প্রাক্তন গাড়িচালক দীপক আউলাকা ও প্রাক্তন অফিস অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।
অভিযোগ, দিনকয়েক আগে মোবাইলে ফোন করে রাশিদ খানের মেয়েকে হুমকি দেওয়া হয়, বাড়ির সামনে স্নাইপার তাক করা, বেরোলেই গুলি করা হবে শিল্পীকে। ৯ অক্টোবর নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের হয়।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন শিল্পীর বাড়িতে গাড়িচালকের কাজ করে দীপক। দ্বিতীয় অভিযুক্ত ছিল শিল্পীর অফিস অ্যাসিস্ট্যান্ট। মাসকয়েক আগে ২ জনকেই ছাড়িয়ে দেওয়া হয়। পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে, আক্রোশবশতই হুমকি-ফোন।
পুলিশ সূত্রে খবর, পরিচয় লুকোতে মোবাইল নম্বর মাস্কিং করে ফোন করে অভিযুক্তরা। তবে শেষপর্যন্ত মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধান পায় কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনা হয়েছে।
আরও পড়ুন: ব্যবসায়ীকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ, গ্রেফতার বাবা-ছেলে
গত অগাস্ট মাসে ডোমজুড় থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ ওঠে। মামলা রুজুর তিনদিনের মাথায় পূর্ব মেদিনীপুরের তমলুকে হানা দিয়ে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।
তার আগে, জুলাই মাসে জমি-বিবাদের জেরে দুই মেয়ে-সহ গৃহবধূকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছিল প্রতিবেশীর বিরুদ্ধে। ১১ দিন আটকে রাখার পর ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাঁরা ছাড়া পান বলে দাবি গৃহবধূর।
গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় পেশায় ওয়েব ডিজাইনার এক যুবককে ট্যাক্সিতে তুলে অপহরণ করার অভিযোগ ওঠে। পরে, মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিলেন ওই যুবক।
আরও পড়ুন: দুই নাবালিকা-সহ গৃহবধূকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)