Bhawanipur By-election 2021 Result: করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের
Bhawanipur Assembly, WB By-election 2021 Result: মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের।
![Bhawanipur By-election 2021 Result: করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের WB Bhawanipur By-election Results 2021: Election Commission writes to the Chief Secretary, bars victory celebration Bhawanipur By-election 2021 Result: করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/03/ed864295fefdd17b1849775f8a0f298f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভোটের ফল প্রকাশের পর বিজয় উৎসবে ‘না’। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। মুখ্যসচিবকে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন।
‘ভোটের ফল প্রকাশের পর হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, রাজ্য প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।’ মুখ্যসচিবকে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন। কমিশনের চিঠিতে এও বলা হয়েছে, ‘অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটের ফল প্রকাশের পর কোনওরকম বিজয় উৎসব পালন করা যাবে না।’
গণনার শুরু থেকেই ভবানীপুর কেন্দ্রে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর জয়ের আশায় কালীঘাটে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা। উড়ছে সবুজ আবীর।
ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকেও মাখানো হল আবীর। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে মাতলেন তৃণমূল নেতা মদন মিত্রও। তিনি গান গেয়ে বিজেপিকে কটাক্ষ করেন।
সল্টলেকের দত্তাবাদে দলনেত্রীর ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন করলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। এলাকায় বিজয় মিছিলও বের হয়।
ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রে এগিয়ে তৃণমূল। জেলায় জেলায় উৎসবের ছবি। পুরুলিয়া শহরে বিজয়োৎসবে মাতলেন তৃণমূল নেতা, কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আবীর খেললেন তাঁরা।
ভবানীপুরে গণনার শুরু থেকেই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের রামপুরহাটে দলীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের নিয়ে আবীর খেলায় মাতলেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।
বর্ধমান শহরের কার্জন গেটে সবুজ আবীর খেলে বিজয়োৎসব পালন করলেন তৃণমূল কর্মী, সমর্থকরা।
ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে আবীর মেখে উৎসবে মাতলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্যরা। পোড়ানো হয় আতসবাজি।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হল বিজয়োত্সব। সকাল থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন কর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়তেই শুরু হয় আবীর খেলা। পোড়ানো হয় আতসবাজি। বিলি করা হয় মিষ্টি।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও তৃণমূল কর্মী, সমর্থকদের বিজয়োল্লাস। গুঁইয়াদহ গ্রামে সবুজ আবীর মেখে, ডিজে বক্স বাজিয়ে চলছে নাচ।
পিংলার মাদপুরে তৃণমূল বিধায়ক অজিত মাইতির বাড়িতে বিজয়োৎসব পালন করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। এলাকায় বিজয় মিছিলও করেন তাঁরা।
মালদার ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। ঢাক বাজিয়ে নাচ। চলল আবীর খেলা। পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)