National Games: বাংলাকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সুতীর্থা-ঐহিকা-অনির্বাণরা, এক নয়, এল জোড়া সোনা
Bengal TT: উত্তরাখণ্ডে চলতি জাতীয় গেমসে (National Games) সোমবার টেবিল টেনিসে (Table Tennis) দলগত বিভাগে বাংলার জয়জয়কার ।

কলকাতা: উত্তরাখণ্ডে চলতি জাতীয় গেমসে (National Games) সোমবার টেবিল টেনিসে (Table Tennis) দলগত বিভাগে বাংলার জয়জয়কার । এক নয়, একেবারে জোড়া সোনা এল বাংলার ঘরে । পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনা জিতল বাংলা । সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, দুটি বিভাগেরই ফাইনালে বাংলা হারিয়েছে শক্তিশালী মহারাষ্ট্রকে । মহিলাদের বিভাগে বাংলা জিতেছে ৩–১ ব্যবধানে । অন্য দিকে, পুরুষদের বিভাগে বাংলা ৩–০ ব্যবধানে হারিয়েছে মহারাষ্ট্রকেই ।
জাতীয় গেমসে (National Games) মহিলাদের টেবিল টেনিসে সেমিফাইনালে দিল্লিকে হারানোর পরই রুপো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলার । শেষ পর্যন্ত রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়, নাকি সোনা ছিনিয়ে আনেন বাংলার মেয়েরা, সেটাই ছিল দেখার । তবে সোমবার ফাইনালেও শেষ হাসি বাংলারই । বাংলাকে সোনা এনে দিলেন সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়, পয়মন্তী বৈশ্যরা । ফাইনালে প্রথম সিঙ্গলসে স্বস্তিকা ঘোষকে হারিয়ে বাংলাকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন সুতীর্থা মুখোপাধ্যায় । দ্বিতীয় সিঙ্গলসে দিয়া পরাগ চিতালের কাছে হারেন ঐহিকা মুখোপাধ্যায় ।
Medals Tally 🏅 38th National Games 2025 Uttarakhand ✨#38thnationalgamesuttarakhand pic.twitter.com/ehsTUqDPfl
— Doordarshan Sports (@ddsportschannel) February 10, 2025
তবে ফের বাংলা এগিয়ে যায়। তৃতীয় সিঙ্গলসে তানিশা কোটেচাকে হারিয়ে ২–১ ব্যবধানে বাংলাকে এগিয়ে দেন পয়মন্তী বৈশ্য । ফিরতি সিঙ্গলসে স্বস্তিকাকে হারিয়ে বাংলার সোনা জয় নিশ্চিত করেন ঐহিকা ।
আরও পড়ুন: ভারতের ম্যাচে ফ্লাডলাইট বিপত্তি, কারণ দর্শাতে বলল ওড়িশা সরকার, বিদ্রুপ পাকিস্তান থেকে!
দলে থাকলেও ফাইনালে খেলেননি অভিজ্ঞ মৌমা দাস । দল সোনা জেতার পর মৌমা বলেছেন, 'সোনা জিততে পেরে খুবই ভাল লাগছে । ফাইনালের প্রতিপক্ষ মহারাষ্ট্র খুবই শক্তিশালী ছিল । ফাইনালের লড়াই একেবারেই সহজ ছিল না । তারপরেও এই সাফল্য কৃতিত্ব দাবি করে ।’
পুরুষদের ফাইনালেও দাপট দেখালেন অনির্বাণ ঘোষ, আকাশ পাল, সৌরভ সাহা, রনিত ভঞ্জ, অনিকেত সেন চৌধুরীরা । ফাইনালে বাংলা ৩-০ ব্যবধানে হারিয়েছে মহারাষ্ট্রকে । প্রথম সিঙ্গলসে অনির্বাণ হারান যশ মোদীকে । দ্বিতীয় সিঙ্গলসে জিতে বাংলাকে ২–০ এগিয়ে দেন আকাশ ঘোষ । তৃতীয় সিঙ্গলসে জিতে বাংলার সোনা জয় নিশ্চিত করেন সৌরভ সাহা ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
