(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update Today: ক্রমশ উর্ধ্বমুখী পারদ, কলকাতায় শীতের বিদায় কি আসন্ন?
ক্যালেন্ডারে মাঘ মাস। কিন্তু প্রকৃতি বলছে, বসন্ত জাগ্রত দ্বারে...
সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতায় শীতের বিদায় কি আসন্ন? আজ তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, রাতের দিকে ঠান্ডার আমেজ থাকলেও, সকালের পর থেকে তা উধাও। ক্রমে বিদায়ের পথে শীত।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা। জেলায় শীতের আমেজ আরও কিছুদিন থাকলেও সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে।
বুধবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
সপ্তাহের শেষে আকাশ মেঘলা হতে পারে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বরফ পড়তে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের কিছু অংশে।
তবে, তুষারপাতের জেরে উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ।