Sankha Ghosh Corona Positive: করোনা সংক্রমিত কবি শঙ্খ ঘোষ
করোনার কবলে কবি শঙ্খ ঘোষ
কলকাতা : বাংলা নববর্ষের ঠিক আগের দিনে আরও এক দুঃসংবাদ। করোনার কবলে কবি শঙ্খ ঘোষ। বুধবার রাজ্যে কোভিড ভাইরাসের কবলে পড়েছেন যারা, তাদের মধ্যে রয়েছেন অশীতিপর এই বিদগ্ধ ব্যক্তিত্ব।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৫ হাজার ৮৯২ জন। যার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই কোভিডে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬০১ জন। দুর্ভাগ্যবশত সেই তালিকায় রয়েছেন ৮৯ বছরের শঙ্খ ঘোষও।
একধাক্কায় গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭১ জন। যার ফলে রাজ্যজুড়ে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেল ৩২ হাজার ৬২১ জনে। শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ১ হাজার ৬০১ জন। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ২৭৭ জন। দুই জেলাতেই ৭ জন করে করোনার বলি হয়েছেন।
মঙ্গলবার রাজ্যে সংক্রমিতের সংখ্য়া ছিল পাঁচ হাজারের নীচে। আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮১৭ জন। মারা গিয়েছিলেন ২০ জন। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছিল ২ হাজার ৫১৯ জন। গতকালই টানা তৃতীয় দিন কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি। শুধু কলকাতায় সংক্রমিত এক হাজার দুশো একাত্তর জন। এগারো জন প্রাণ হারিয়েছেন। উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার কবলে পড়েছেন ১ হাজার ১৩৪ জন। প্রাণ হারিয়েছেন ৪ জন।
রাজ্যে যে করোনা ভয়াবহ আকার নিচ্ছে তা ক্রমশ প্রকাশ পাচ্ছিল রোজ বেড়ে চলা সংক্রমিতের সংখ্যায়। সোমবার স্বাস্থ্য দফতরের জারি করা বিবৃতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন সংখ্যা ৪ হাজার ৫১১ জন। এই সময় ব্যবধানের মধ্যে রাজ্যে করোনার বলি হয়েছিলেন ১৪ জন। রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয় ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পেরিয়েছিল। কলকাতাতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১০৯ জন। আর উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।