WB Corona Cases: রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭৫৮
বৃহস্পতিবার রাজ্য, স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৫৮ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,১২,৭৪১ জন।
কলকাতা: কাল রাজ্যে করোনা সংক্রমণ ৮০০-এর কোটায় থাকলেও আজ রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা খানিকটা নামল। বৃহস্পতিবার রাজ্য, স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৫৮ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,১২,৭৪১ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯,৪৩০ জন। সরকারি হিসেব অনুযায়ী এই সময়ে রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৭৭৪ জন। এবং শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৫,৮৫, ৪৪৪ জন। অন্যদিকে আজ রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৮৬৭ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।
WB COVID-19 Daily Health Bulletin: 25 November 2021. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২৫ নভেম্বর ২০২১। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/DZm7NCbu7T
">
নিম্নমুখী দেশের করোনা-গ্রাফ। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২৮৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৮০ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লক্ষ ৭৩ হাজার ৮৫৬ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৯৩ লক্ষ ৭৫ হাজার ৩৪৮।