WB Corona Cases: রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা, একদিনে আক্রান্ত ৮৭২
West Bengal Coronavirus: রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। গত একদিনে রাজ্যে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৮ জন।
কলকাতা: এখনও রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) সংক্রমণ। অতিমারি সৃষ্টিকারী ভাইরাসের দাপটে বাংলায় (West Bengal) এখনও দৈনিক সংক্রমণ ৮০০-র ওপরেই। গতকালের তুলনায় ফের দৈনিক সংক্রমণ (Covid Cases)বাড়ল রাজ্যে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী (WEST BENGAL COVID-19 HEALTH BULLETIN) একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৭২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১৭ জন সংক্রমিত হয়েছেন কলকাতাতেই।
রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। গত একদিনে রাজ্যে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৭৫ হাজার ৯৮০ জন। রাজ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৩১। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১৯৩টি। রাজ্যে সংক্রমণ হার প্রায় ২.১২ শতাংশ।
আরও পড়ুন, মহুয়া মৈত্রকে গোয়ার সংগঠনের দায়িত্ব দিল তৃণমূল
কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছে ২১৭ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫১ জন। হাওড়া ও হুগলিতে কোভিড আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭১ এবং ৭৯। দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। গতকাল একদিনে ৫০১ জনের মৃত্যু হয়। একদিনে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৫১৬। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০ লক্ষ ৮৭ হাজার ২৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৪ লক্ষ ৩৭ হাজার ১৮৩।