West Bengal Weather : কলকাতার দরজায় শীতের কড়া নাড়া, ২০ নিচে নামল পারদ, আজ কত ?
Winter Update : আর কয়েক দিনের মধ্যেই সকাল সকাল চাদরটাকে সঙ্গী করতে হবে বলেই আভাস দিচ্ছে আবহাওয়া। তবে কামড় দেওয়া শীত পড়তে এখনও কিছুটা দেরি।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীতের দিকে আরও এক কদম এগিয়ে গেল মহানগর। কার্তিক সংক্রান্তিতে আরও ১ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা । শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পারদ আরও নেমে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থকে ১ ডিগ্রি কম।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও কমবে । আর কয়েক দিনের মধ্যেই সকাল সকাল চাদরটাকে সঙ্গী করতে হবে বলেই আভাস দিচ্ছে আবহাওয়া। তবে কামড় দেওয়া শীত পড়তে এখনও কিছুটা দেরি বলেই মনে করছে হাওয়া-অফিস। কাঁপুনি দেওয়া শীত পড়তে এখনও বাকি মাস খানেক, এমনটাই মনে করছে আবহাওয়া দফতর।
উত্তর পশ্চিমের জেলাগুলিতে যদিও শীত পড়বে আরও আগে। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল বেলার কুয়াশার প্রাবল্য বাড়বে। ইতিমধ্যেই শীতের শুষ্ক আবহাওয়া জানান দিচ্ছে, খুব শিগগিরি পাতা ঝরার মরসুম শুরু হবে। আবহাওয়া দফতর এবার জানিয়ে দিল, এখনই আর বৃষ্টি-বাদলা হবে না । মোটের উপর শুষ্কই থাকবে কলকাতা ও অন্যান্য জেলার আবহাওয়া।
কোথায় বেশি ঠান্ডা
আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়াতে ১৪ ডিগ্রির ঘরে ছিল পারদ। আগামী দু-তিন দিনে আরো কিছুটা নামবে তাপমাত্রা। উত্তুরে হাওয়াতে পারা পতন শুরু হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতনের হার একটু বেশি। সপ্তাহ শেষে শীতের আমেজ আরও জোরদার হবে দক্ষিণ বঙ্গের সব জেলাতে। তবে কাঁপুনি ধরা শীতের কোনও সম্ভাবনা এখনই নেই।
কোথায় কোথায় ভারী কুয়াশা
সকাল সকাল কুয়াশা ঘিরে রাখতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি জেলাতেও। আগামী সাত দিন এরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গে মালদা ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি । শনি ও রবিবার দুদিন বিহার সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে । দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন : Online Shopping : অনলাইনে কেনা প্রোডাক্ট কোম্পানি ফেরত নিচ্ছে না ? কী করবেন