Arjun Singh : অর্জুন সিংহের শরীরে সত্যি প্রাণঘাতী রাসায়নিক স্প্রে? কেন সকাল সকাল হাসপাতালে ?
CID জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে শনিবার বেসরকারি হাসপাতাল, অ্যাপোলোতে যান বিজেপি নেতা অর্জুন সিংহ।
সমীরণ পাল, কলকাতা : রাশিয়া থেকে আনা হয়েছে রাসানয়িক। সিআইডি জিজ্ঞাসাবাদের সময়, সেই রাসায়নিক স্প্রে করে, তাঁকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করছে পুলিশ। ২ দিন আগে, ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায়, ভবানীভবনে হাজিরা দিতে যাওয়ার আগে, এমনই চাঞ্চল্য়কর অভিযোগ করেছিলেন ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। শুধু আশঙ্কাপ্রকাশ করেই ক্ষান্ত হলেন না তিনি, সোজা চলে গেলেন হাসপাতালে। যাচিয়ে দেখে নিতে চাইলেন শরীরে বিষাক্ত রাসায়নিক ঢুকে পড়েছে কি না।
CID জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে শনিবার বেসরকারি হাসপাতাল, অ্যাপোলোতে যান বিজেপি নেতা অর্জুন সিংহ। হাসপাতালে পরীক্ষা করা হয়। প্রাক্তন সাংসদ জানান, পরীক্ষার পর রিপোর্টে শরীরে কোনও বিষক্রিয়ার প্রমাণ মিললেই তিনি আদালতের দ্বারস্থ হবেন।
ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার, CID-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে এই বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন সিংহ। তাঁর অভিযোগ ছিল, রাশিয়া থেকে রাসায়নিক স্প্রে এনে জিজ্ঞাসাবাদের সময় স্প্রে করে, তাঁকে খুনের চক্রান্ত করেছে পুলিশ। শুধু তিনি নন, রাজনীতিতে এঁটে উঠতে না পেরে , এই পথ নিয়েছে পুলিশ, দাবি করেছিলেন তিনি। এবার তিনি সোজা চলে গেলেন চিকিৎসকদের কাছে।
অর্জুন সিআইডি দফতরে যাওয়ার আগেই বলেছিলেন, 'জলের বোতল নিয়ে যাচ্ছি। এখানে তো কিছু খাব না। খেলে কখন, কোথায়... কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে।, বডিতে লেগে যাবে, মরে যাব। ৩ মাসের মধ্য়ে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। এদের তো কোনও ঠিক নেই।'
রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বিষ দিয়ে হত্য়ার অভিযোগের নজির রয়েছে ভুরি ভুরি। সম্প্রতি পুতিনের কট্টর সমালোচক বলে পরিচিত আলেক্সেই নাভালনির মৃত্য়ু হয় জেলে। অভিযোগ, বিষ দিয়ে তাঁকে হত্য়া করা হয়। রাশিয়ায় শরীরে রাসায়নিক প্রয়োগ করে হত্যা করার অভিযোগ রয়েছে। এবার তেমন ভাবে প্রাণনাশের আশঙ্কা করলেন অর্জুন সিংহ, ভাটপাড়ায় বসে।
তৃণমূল তাঁর কথা উড়িয়ে দিলেও, বিজেপি শিবিরের দাবি, অর্জুন অভিজ্ঞ নেতা। বহুদিন রাজনীতিতে আছেন। তৃণমূল কংগ্রেস দলটাকেও কাছ থেকে দেখেছেন। তাই তিনি হয়ত কিছু বুঝেই বলেছেন।
এখন কী বলে হাসপাতালের পরীক্ষা -নীরিক্ষা , সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।