WB Election 2021: পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতায় মিছিল মমতার
গতকাল মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটেন তৃণমূলনেত্রী...
কলকাতা: পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে আজ কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে কলেজস্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী। দুপুর ৩টেয় মিছিল শুরু হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটতে পারেন তারকারাও।
গতকালও, পেট্রোপণ্য ও রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিলেন তৃণমূলনেত্রী। মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটেন তৃণমূলনেত্রী। দুপুর দুটো নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তাঁর সঙ্গে ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, চন্দ্রিমা ভট্টাচার্যরা।
মিছিল শেষে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি আক্রমণের সুর চড়ান গ্যাস ও পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনাকে খোঁচা দিয়ে মমতার সংযোজন, 'মা-বোনেদের মুখে হাসি কেড়ে নিয়েছেন। গ্যাসের দাম প্রায় ৯০০ টাকায় ঠেকেছে। মনে রাখবেন মা-বোনেদের কষ্ট দিলে ভাই-ছেলেরা ছেড়ে কথা বলবে না। বাংলার সরকার বিনামূল্যে চাল দেয়, ৯০০ টাকার গ্যাস কিনে তা ফোটাতে হয়।'
মোদিকে উদ্দেশ্যে মমতা বলেন, ‘নরেন্দ্র মোদি, আপনার দাম কতো টাকা?’ তিনি আরও বলেন, ‘মোদি বাংলায় এসে শুধু কুৎসা করেন, কাজ করেন না। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, পরিবর্তন হবে দিল্লিতে। ৫ রাজ্যে ৫টা ছক্কা খাবে বিজেপি। বাংলায় মহিলদের উপর অত্যাচার হয় না, বিজেপি রাজ্য উত্তর প্রদেশে, গুজরাতে, বিহারে হয়। বড় বড় কথা বলতে লজ্জা করে না?’ মোদিকে কটাক্ষ মমতার। তিনি বলেন, মোদি সরকার দেশের সবকিছু বিক্রি করে দিচ্ছেন। এবার দেশের নামও নিজের নামে করে নেবেন মোদি।
আগেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ইলেকট্রিক স্কুটারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
গত মাসে নরেন্দ্র মোদির বঙ্গ সফরের মধ্যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। কলকাতার পাশাপাশি, রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়।
নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সমস্যাগুলিকে হাতিয়ার করে ভোটের মুখে পথে মমতা বন্দ্যোপাধ্যায়।