এক্সপ্লোর
Advertisement
করোনা মহামারী, ২ ভাইয়ের মৃত্যু, এ বছর বিবাহবার্ষিকী পালন করবেন না দিলীপ-সায়রা
এহেন পরিস্থিতিতে আর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করতে চাইছেন না মুম্বইয়ের প্রবীণ দম্পতি।
মুম্বই: সে অনেককাল আগের কথা। ১৯৬৬ সালের ১১ অক্টোবর বিয়ে করেছিলেন দুই তারকা অভিনেতা দিলীপ কুমার ও সায়রা বানু। আগামীকাল অর্থাৎ রবিবার, তাঁদের ৫৪তম বিবাহবার্ষিকী। প্রত্যেক বছরই দিনটিকে তাঁরা ধুমধাম করে উদযাপন করেন। করবেন নাই বা কেন! টিনসেল টাউনে এমন মজবুত দাম্পত্য কটা আছে? দুমদাম সম্পর্ক ভেঙে যাওয়ার এই শহরে তাঁরা ব্যতিক্রমী জুড়ি। কিন্তু এ বছর তাঁরা বিবাহবার্ষিকী উদযাপন করবেন না। কারণটা সোশ্যাল মিডিয়ায় সায়রা বানু নিজেই পোস্ট করেছেন।
দিলীপ কুমার অসুস্থ হওয়ার পর থেকে স্বামীর ট্যুইটার অ্যাকাউন্ট থেকেই নানা বিষয়ে ট্যুইট করেন সায়রা বানু। তাঁদের এক পারিবারিক বন্ধুও সেই অ্যাকাউন্ট থেকে অনেক সময়ই দিলীপ কুমারের স্বাস্থ্যের খবর দেন। এবারেও সেই অ্যাকাউন্ট থেকেই কারণ জানিয়ে ট্যুইট করেছেন সায়রা।তিনি লিখেছেন, '১১ অক্টোবর আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। দিলীপ সাহেব আমাকে বিয়ে করেছিলেন এই দিনে এবং সারা জীবনের স্বপ্ন সত্যি করে দিয়েছিলেন। এ বছর আমরা এই দিনটা উদযাপন করব না। কারণ আপনারা সবাই জানেন যে দিলীপ কুমারের দুই ভাই আহসান ভাই ও আসলাম ভাই প্রয়াত হয়েছেন।' এরই সঙ্গে আরেকটি ট্যুইটে জানানো হয়েছে, 'করোনাভাইরাসের অতিমারী অসংখ্য মানুষের জীবন নিয়েছে। অনেক পরিবার খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি সবার জন্য প্রার্থনা করুন এবং সবাই সতর্ক থাকুন।'
Message from Saira Banu Khan:
Oct. 11, is always the most beautiful day in my life. Dilip Saheb married me on this day and made my cherished dreams come true.
This year, we are not celebrating. You all know we lost two of our brothers, Ahsan Bhai and Aslam Bhai ...1/n
— Dilip Kumar (@TheDilipKumar) October 9, 2020
The unprecedented turmoil due to the Covid-19 pandemic has taken many lives and caused sorrow in many many families. In the current circumstances, we request all of you, our dear friends, to pray for each other's safety and well being. May God be with us all. Stay Safe. 2/2
— Dilip Kumar (@TheDilipKumar) October 9, 2020
কিছুদিন আগে দিলীপ কুমারের দুই ভাই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মুম্বইয়ের এক হাসপাতালে। যদিও স্বাস্থ্যের কারণে দিলীপ কুমারকে কিছু বলা হয়নি বলে জানিয়েছেন সায়রা বানু। দিলীপ কুমারের ভাইদের মৃত্যুর পর তাঁদের পারিবারিক বন্ধু ফৈয়জ ফারুকি সোশ্যাল মিডিয়ায় খবর জানিয়েছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ অগস্ট হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খান। করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পরই দুই ভাইকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল বলে জানানো হয়েছিল। তবে কোভিড যুদ্ধে হার মানলেন প্রবীণ অভিনেতার ছোট ভাই। শুক্রবার সকালে জীবনাবসান হয় আসলাম খানের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর ডায়াবিটিজ, হাইপারটেনশন ও হার্টের সমস্যা ছিল।
এহেন পরিস্থিতিতে আর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করতে চাইছেন না মুম্বইয়ের প্রবীণ দম্পতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement