Lalit Modi: সুস্মিতাকে ভুলে নতুন সম্পর্কের ঘোষণা ললিত মোদির, জীবনে ফের প্রেম এল প্রাক্তন IPL কর্তার
Lalit Modi Love Life: ১৪ ফেব্রুয়ারি গোটা পৃথিবী যখন ভালবাসা উদযাপনে ব্যস্ত, জীবনে নতুন মানুষের আগমনের কথা ঘোষণা করলেন ললিত।

নয়াদিল্লি: একান্তে ব্রহ্মাণ্ডসুন্দরীর সঙ্গে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন সকলেই। কোটি কোটি টাকা তছরুপে অভিযুক্ত, দেশত্যাগী, প্রাক্তন IPL কর্তা ললিত মোদির সঙ্গে সুস্মিতা সেন কী করছেন, মুখে মুখে ফিরছিল একটিই প্রশ্ন। সেই জল্পনার আগুনে ঘি ঢালেন ললিত নিজেই। সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে উল্লেখ করেন তিনি। ভালবাসার সেই স্বীকারোক্তি যদিও নিরাশায় পরিণত হয়। কিন্তু জীবনে ফের আশার আলো খুঁজে পেলেন ললিত। ভ্যালেন্টাইন্স ডে-তে আবারও প্রেমের স্বীকারোক্তি শোনা গেল তাঁর মুখে। তবে সুস্মিতা নন, অন্য রমণীর প্রতি ভালবাস ব্যক্ত করলেন ললিত। (Lalit Modi)
১৪ ফেব্রুয়ারি গোটা পৃথিবী যখন ভালবাসা উদযাপনে ব্যস্ত, জীবনে নতুন মানুষের আগমনের কথা ঘোষণা করলেন ললিত। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে বেশ কিছু ছবির একটি মন্তাজ পোস্ট করেন তিনি। লেখে, ‘একবার নয়, দ্বিতীয় বার ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। ২৫ বছরের বন্ধুত্ব যখন ভালবাসায় পরিণত হয়… এই নিয়ে দ্বিতীয় বার হল। আপনাদের জীবনেও এমন ঘটুক। সকলকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা’। (Lalit Mod Love Lifei)
ওই রমণীর নাম-পরিচয় যদিও খোলসা করেননি ললিত, তবে একসঙ্গে ছুটি কাটানো থেকে পার্টিতে হই-হুল্লোড়, ললিতের বক্ষলগ্না হয়ে থাকতে দেখা গিয়েছে ওই মহিলাকে। ছবিতে তাঁদের যে রসায়ন চোখে পড়েছে, তা ঘনিষ্ঠ বলেই ঠাহর হয়। তাই ললিতের ব্যক্তিগত জীবন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। এর আগে সুস্মিতার সঙ্গেও পুরনো বন্ধুত্বের কথা বলেছিলেন ললিতা। সেই অভিজ্ঞতা যদিও মধুর হয়নি ললিতের।
View this post on Instagram
১৯৯১ সালে মীনা সাগরানির সঙ্গে বিবাহ হয় ললিতের। মীনার আগেও একবার বিয়ে হয়েছিল। এক কন্যা ছিল তাঁর। বয়সে ললিতের চেয়ে বড়ও ছিলেন তিনি। এর দরুণ ললিতের পরিবার বিয়েতে রাজি ছিল না। শেষ পর্যন্ত ঠাকুমা দয়াবতী মোদির সহযোগিতায় মীনাকে বিয়ে করেন ললিত। এর পরও দিল্লিতে কার্যত বয়কটের মুখে পড়তে হয় মীনাকে। এতে মুম্বইয়ে সরে যান দম্পতি। পরবর্তীতে ললিত এবং মীনার দুই সন্তান হয়। মীনার প্রথম পক্ষের মেয়েকেও নিজের মেয়ের মতোই বড় করছিলেন ললিত। কিন্তু ২০১৮ সালে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার স্বীকার করেন মীনা। মারা যান তিনি।
এর পর IPL-সহ নানা কারণে খবরের শিরোনামে উঠে এলেও, ললিতের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন চর্চা হয়নি। কিন্তু ২০২২ সালে শোরগোল ফেলে দেন ললিত। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে একসঙ্গে বেড়াতে যাওয়ার বেশ কিছু ছবি আপলোড করেন তিনি। লেখেন, 'পরিবারের সঙ্গে মলদ্বীপ, সার্ডিনিয়া হয়ে লন্ডন ফিরলাম। আমার অর্ধাঙ্গিনী সুস্মিতার কথা না বললেই নয়। অবশেষে জীবনের নয়া সূচনা ঘটছে'। তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান ললিত। এমনকি ইনস্টাগ্রামে নিজের বায়ো-ও পাল্টে ফেলেন ললিত। সুস্মিতার সঙ্গী হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন।
কিন্তু ওই গোটা পর্বে সুস্মিতা নীরবতা পালন করে যান। ললিতের সঙ্গে সম্পর্ক থাকলে স্বীকার করছেন না কেন, জানতে চাওয়া হলে, সাফ জানিয়ে দেন, স্বীকার করার মতো কিছু থাকলে তিনি নিজেই বলতেন। এর পর একসময় ললিতের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সুস্মিতার ছবি গায়েব হয়ে যায়। এতদিন পর ফের খবরের শিরোনামে উঠে এলেন ললিত, অন্য রমণীর সঙ্গে সম্পর্কের ঘোষণা করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
