Poonch Landmine Blast : পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর বিকট শব্দ ! পরপর ফাটল ল্যান্ডমাইন
সেনাবাহিনী সূত্রে খবর, পাহাড়ে জঙ্গলে আগুন লাগার ফলেই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে ভয়ঙ্কর শব্দ ! নিয়ন্ত্রণ রেখা বরাবর ফাটল একটার পর একটা ল্যান্ডমাইন। গগনবিদারী শব্দে ছড়াল আতঙ্ক।
তবে নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, পাহাড়ে জঙ্গলে আগুন লাগার ফলেই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণা ঘাটি সেক্টরে। সৌভাগ্যবশত, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী, বন আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এক কাজ করছেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন পাহাড় জুড়ে জঙ্গলে ছড়িয়ে পড়ার ফলেই এই বিপত্তি।
এরই মধ্যে শনিবার পুঞ্চে যাচ্ছেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি পাকিস্তানের গুলিবর্ষণে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরে যাচ্ছেন রাহুল।
অপারেশন সিঁদুরের পরই পাক সেনার গোলাগুলি বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জম্মুর পুঞ্চ। সে সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করেন সেনারা। ওষুধ, রেশন এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয় পুঞ্চের বাসিন্দাদের কাছে। মনোবল বাড়াতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ভারতীয় সেনা। পাক সেনার গোলাবর্ষণে পুঞ্চে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিয়ন্ত্রণরেখা লাগোয়া আখনুর সেক্টরে ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করে ভারতীয় সেনা।






















