Sidhu Moosewala: গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন ছেলে, এবার সিধু মুসেওয়ালার মায়ের কোলে এল পুত্র সন্তান
Sidhu Moosewala Parents New Baby: প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালার মা চরণ কৌর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন
কলকাতা: সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) নামেই পরিচিত ছিলেন পঞ্জাবের জনপ্রিয় গায়ক। ২০২২-এ দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন তিনি। কয়েক মাস আগেই সিধুর মায়ের অন্তঃসত্ত্বা খবর এসেছিল। এবার মুসেওয়ালার বাড়িতে আনন্দের ঢেউ। নতুন সদস্য এল বাড়িতে।
প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালার মা চরণ কৌর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এমনটাই খবর। নবজাতককে কোলে নিয়ে ছবি দিয়েছেন বাবা বলকৌর সিং সিধু।
সদ্যজাত ছেলের সঙ্গে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সিধু মুসেওয়ালার বাবা। "এমন লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদে সিধুর ছোট ভাই দুনিয়ার আলো দেখেছে ৷ ঈশ্বরের আশীর্বাদে আমরা ধন্য ৷ মা-সন্তান সুস্থ রয়েছে ৷ সকল শুভানুধ্যায়ীদের অফুরন্ত ভালবাসার জন্য কৃতজ্ঞ।"
View this post on Instagram
সূত্রের খবর, সিধুর মায়ের বয়স ৫৮, বাবার বয়স ৬০। সিধু মুসেওয়ালার মায়ের সন্তানসম্ভবার খবর কোনও আনুষ্ঠানিক ঘোষণা করে জানান হয়নি সে সময়। তবে পরিবার সূত্রে সে খবরের সত্যতায় সিলমোহর দেওয়া হয়েছিল।
২০২২ সালে পঞ্জাবের মানসা থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সিধু। ভোট লড়াইয়ে তিনি পরাজিত হন। সে বছরেই ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে তিনি খুন হন।
জানা গিয়েছে, আইভিএফ প্রযুক্তির সাহায্যে মা হন সিধু মুসেওয়ালার মা চরণ কৌর। ছেলে সিধুর আকস্মিক মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েছিল পরিবার। এরপর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন দম্পতি। বয়স সেখানে বাধা হওয়ায় আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চরণ কৌর।