LIVE UPDATES: উজ্জ্বলা গ্রাহকদের আগামী ৩ মাস বিনা মূল্যে মিলবে রান্নার গ্যাস
সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬। এঁদের মধ্যে ভারতীয় ৫৬৩ জন, ৪৩ জন বিদেশি নাগরিক। সুস্থ হয়ে গিয়েছেন ৪৩ জন আর ১১ জনের এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে।
LIVE
Background
নয়াদিল্লি: করোনাভাইরাসের আবহে শিগগিরই ২.৩ ট্রিলিয়ন টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। চূড়ান্ত কিছু এখনও না হলেও প্রধানমন্ত্রীর অফিস, রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের মধ্যে এ ব্যাপারে আলোচনা চলছে।
গোয়ায় এর মধ্যে ৩ করোনা আক্রান্তের খবর মিলেছে। টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ রাওয়াত। এই তিনজনই অল্পদিন আগে বিদেশ থেকে ফিরেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তেলঙ্গানা থেকেও ২ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। একজন ৩ বছরের শিশু, সৌদি আরব থেকে ফিরেছে সে। অন্যজন ৪৩ বছর বয়স্ক মহিলা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬। এঁদের মধ্যে ভারতীয় ৫৬৩ জন, ৪৩ জন বিদেশি নাগরিক। সুস্থ হয়ে গিয়েছেন ৪৩ জন আর ১১ জনের এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে।
লকডাউন ঘোষণা হওয়ার পর গতকাল গোটা দেশে রসদ জোগাড়ের জন্য তাড়াহুড়ো পড়ে যায়। মুদি ও রেশন দোকানগুলির সামনে দেখা যায় দীর্ঘ লাইন। তার মধ্যে নিয়ম না মেনে অকারণে অনেকে রাস্তায় বার হওয়ায় পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে জাতীয় সড়কগুলি থেকে টোল সংগ্রহ আপাতত বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ী জানিয়েছেন এ কথা। এর ফলে জরুরি পরিষেবা দেওয়া সহজ হবে, সময়ও বাঁচবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
করোনার জেরে জেলবন্দিদের ৪ সপ্তাহের বিশেষ প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। যে জেলবন্দিরা মাত্র একটি প্যারোল পেয়েছেন বা যাঁদের আচরণ ভাল, তাঁদের ৬ সপ্তাহের প্যারোল দেওয়া হবে।