Adultery Law : শারীরিক সম্পর্ক ছাড়া স্ত্রীর সঙ্গে কারও সম্পর্ক মোটেই পরকীয়া নয় ! জানিয়ে দিল আদালত
MP High Court on Adultery: দাম্পত্য কলহ সংক্রান্ত মামলায় আদালতের মন্তব্য ,শারীরিক সম্পর্ক না থাকলে অন্য পুরুষের সঙ্গে স্রেফ প্রেমকে পরকীয়া বলা যায় না।

নয়াদিল্লি : ভারতে পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে ৪৯৭ ধারা বাতিল করে দেওয়ার পর থেকেই বিয়ের বাইরে প্রেম আর ভারতে অপরাধ হিসেবে বিবেচিত হয় না। আর এবার পরকীয়া কাকে বলে তা নিয়ে পর্যবেক্ষণ ব্যক্ত করলেন মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি। একটি দাম্পত্য কলহ সংক্রান্ত মামলায় আদালতের মন্তব্য ,শারীরিক সম্পর্ক না থাকলে অন্য পুরুষের সঙ্গে স্রেফ প্রেমকে পরকীয়া বলা যায় না।
একটি গুরুত্বপূর্ণ রায়ে, মধ্যপ্রদেশ হাইকোর্ট বলেছে যে, শারীরিক সম্পর্ক ছাড়া অন্য ব্যক্তির প্রতি স্ত্রীর দুর্বলতা থাকতেই পারে। মানসিক সংযুক্তি থাকতেই পারে। কিন্তু যতক্ষণ না সেটা শারীরিক মিলনের জায়গায় পৌঁছাচ্ছে , ততক্ষণ সেটা পরকীয়া বলেও দাবি করা যাবে না। তবে বিয়ের বাইরে যদি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক থাকে, তবে সেটিকে পরকীয়া বলা যায়।
মধ্যপ্রদেশের এক পারিবারিক আদালতে একটি দাম্পত্য কলহ সংক্রান্ত মামলা হয়। সম্পত্তি ও আর্থিক বিরোধ ও নিষ্ঠুরতার জন্য আলাদা হয়ে গিয়েছিলেন ওই দম্পতি। পারিবারিক আদালতে স্ত্রীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। স্ত্রী ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ১২৫ এর অধীনে ভরণপোষণের জন্য আদালতে আবেদন করেছিলেন। স্বামী মধ্যপ্রদেশ হাইকোর্টে জানান, তিনি ওয়ার্ড বয়ের কাজ করেন। মাসে মাত্র ৮,০০০ টাকা আয় করেন। স্ত্রীর দাবি করা ভরণপোষণের পরিমাণ ছিল অতিরিক্ত। হিন্দু বিবাহ আইনের ধারা ২৪ এর অধীনে স্ত্রী ইতিমধ্যেই তাঁর থেকে ৪,০০০ টাকা করে ভরণপোষণ পান। ওই ব্যক্তির দাবি, স্ত্রীর অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল । তাই তিনি ভরণপোষণের অধিকারী নন।
তাতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ফৌজদারি দণ্ডবিধির ১২৫(৪) ধারা অনুসারে, কেবলমাত্র ব্যভিচারে লিপ্ত অর্থাৎ আইন অনুসারে বিবাহের বাইরে যৌন সম্পর্কে লিপ্ত স্ত্রীকেই ভরণপোষণ থেকে বঞ্চিত করা যেতে পারে। কেবল অন্য ব্যক্তির প্রতি আবেগগত সম্পর্কের অভিযোগে বঞ্চনা করা যাবে না।
স্বামী অভিযোগ করেন স্ত্রী একটি বিউটি পার্লার চালান এবং পর্যাপ্ত আয় করেন। তবে, তিনি কোনও প্রমাণ দেখাতে ব্যর্থ হন। আদালত জানিয়ে দেয়, প্রমাণ দেখাতে না পারলে স্ত্রীকে ভরণপোষণ দেওয়া তিনি এড়াতে পারেন না।
আরও পড়ুন :
শনি ও রবিবার বহু ট্রেন বাতিল এবার শিয়ালদা শাখায় ! পরিষেবা স্বাভাবিক হবে কখন ?






















