এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশ মন্ত্রিসভায় অনুমোদিত লাভ জিহাদ বিরোধী বিল, ১০ বছরের কারাদণ্ড, জরিমানার সংস্থান
আইন অনুযায়ী বিয়ের জন্য কোনও একজনের ধর্মন্তর করা বাতিল এবং অকার্যকর বলে বিবেচিত হবে। কেউ ধর্মান্তর করতে চাইলে তাঁকে অন্তত দুমাস আগে জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে।
নয়াদিল্লি: লাভ জিহাদে বিরোধী বিলে সম্মতি দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশের মন্ত্রিসভায় অনুমোদন পেল লাভ জিহাদ বিল। ওই বিলে বলা হয়েছে কোনও মহিলা বা সংখ্যালঘুদের জোর করে ধর্মান্তর করলে ২ থেকে ১০ বছর জেল হবে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা বিল ২০২০ অনুযায়ী কোনও নাবালক, মহিলা, তফশিলি জাতি ও উপজাতির কোনও ব্যক্তিকে জোর করে ধর্মান্তরিত করলে ন্যূনতম ২ থেকে ১০ বছরের জেল হবে এবং ন্যূনতম জরিমানা ৫০ হাজার টাকা। মন্ত্রিসভায় পাশের পর এবার বিল পেশ করা হবে মধ্যপ্রদেশের বিধানসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১৯৬৮ সালে ধর্মীয় স্বাধীনতা বিলের পরিবর্তে এই বিল আনা হচ্ছে।
আইন অনুযায়ী বিয়ের জন্য কোনও একজনের ধর্মন্তর করা বাতিল এবং অকার্যকর বলে বিবেচিত হবে। কেউ ধর্মান্তর করতে চাইলে তাঁকে অন্তত দুমাস আগে জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের কোনও ব্যক্তি বিয়ের মাধ্যমে বা অন্য কোনও প্রতারণামূলক উপায়ে কাউকে প্ররোচনা দিয়ে বা ভয় দেখিয়ে ধর্মান্তর করতে পারবে না। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভ্রান্তি, লোভ, হুমকি বা বিয়ের মাধ্যমে অন্য ব্যক্তিকে ধর্মান্তরিত করলে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হবে। রাজ্য সরকার জানিয়েছে, ধর্মান্তরের শিকার হয়েছেন এমন কারোর বাবা, মা বা আত্মীয়রা অভিযোগ দায়ের করতে পারেন।
উল্লখ্য, দেশের প্রথম রাজ্য হিসেবে লাভ জিহাদ বিরোধী অর্ডিন্য়ান্স জারি করে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের রাজ্য়পাল আনন্দিবেন প্য়াটেল অর্ডিন্য়ান্স জারি করেন। এর মাধ্যমে লাভ জিহাদ বিরোধী আইন কার্যকর হয় উত্তরপ্রদেশে। এরপর দ্বিতীয় রাজ্য হিসেবে লাভ জিহাদ বিরোধী আইন পাশ হতে চলেছে শিবরাজ সিংহ চৌহানের রাজ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement