গ্বালিয়রে ভেঙে পড়ল মিগ-২১ প্রশিক্ষণ বিমান, প্রাণে বাঁচলেন ২ চালক
এদিন নিয়মমাফিক উড়ানে বের হয় বিমানটি। কিন্তু, সকাল ১০টা নাগাদ তা ভেঙে পড়ে।
নয়াদিল্লি: ফের ভেঙে পড়ল বায়ুসেনার মিগ বিমান। এবার মধ্যপ্রদেশের গ্বালিয়র বায়ুসেনা ঘাঁটিতে মিগ-২১ প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। যদিও, দুই চালকই অক্ষত রয়েছেন।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, এদিন নিয়মমাফিক উড়ানে বের হয় বিমানটি। কিন্তু, সকাল ১০টা নাগাদ তা ভেঙে পড়ে। দুই পাইলট-- একজন গ্রুপ ক্যাপ্টেন ও অপরজন স্কোয়াড্রন লিডার পদমর্যাদার-- দুজনই ভেঙে পড়ার আগেই বিমান থেকে লাফ দেন। দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দিয়েছে বায়ুসেনা।
প্রসঙ্গত, চার দশক আগে দেশের বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল রুশ-নির্মিত মিগ বিমানগুলি। যদিও একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে চলেছে বিমানগুলি। বর্তমানে একটিমাত্র স্কোয়াড্রন (১৮টি বিমান) অবশিষ্ট রয়েছে। আগামী ২ বছরের মধ্যে সবকটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা।
JUST IN | #MiG21 Trainer aircraft of the Indian Air Force crashed in #MadhyaPradesh today. Both the pilots, including a Group Captain and a squadron leader, managed to eject safely.https://t.co/DklVA2kRqn pic.twitter.com/Sbmr3dhG6x
— ABP News (@ABPNews) September 25, 2019
চলতি বছরের গোড়ায় প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ জানান, ২০১৫-১৬ সাল থেকে ১৯টি যুদ্ধবিমান সহ বায়ুসেনার ৩৩টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। শেষবার মিগ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল গত ফেব্রুয়ারি মাসে। ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার সঙ্গে মাঝ-আকাশে ডগ-ফাইটের সময় দুর্ঘটনায় ধ্বংস হয় কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ বিমান।