Maharashtra News:মহারাষ্ট্রের সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের ! 'ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা..'
Maharashtra Assembly Deputy Speaker Jumps From Building: মহারাষ্ট্রের সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ বিধানসভার ডেপুটি স্পিকারের, কিন্তু কেন ?
মহারাষ্ট্র: মহারাষ্ট্রের সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ বিধানসভার ডেপুটি স্পিকারের। ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা করে ঝাঁপ ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের।প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূলত প্রতিবাদ জানাতেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি।
#WATCH | NCP leader Ajit Pawar faction MLA and deputy speaker Narhari Jhirwal jumped from the third floor of Maharashtra's Mantralaya and got stuck on the safety net. Police present at the spot. Details awaited pic.twitter.com/nYoN0E8F16
— ANI (@ANI) October 4, 2024
বিধানসভার ভোটের প্রাক্কালে ধাঙর গোষ্ঠীর ভোটকে গুরুত্ব দিয়ে তপশীলি জাতির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
তফশিলি উপজাতি কোটায় ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা ডেপুটি স্পিকারের।পঞ্চায়েত আইন ১৯৯৬ এর অধীনে সরকারি চাকরিতে আদিবাসদের নিয়োগের দাবিতে, বহুদিন আগেই আন্দোলনে নেমেছিল মহারাষ্ট্রের বিধায়করা। মূলত অভিযোগ, গত বছর অক্টোবরের পর থেকে ১৭ টি ক্যাটাগরিতে আদিবাসী নিয়োগ স্থগিত রয়েছে।। মূলত, বিধানসভার ভোটের প্রাক্কালে ধাঙর গোষ্ঠীর ভোটকে গুরুত্ব দিয়ে তপশীলি জাতির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় একনাথ শিণ্ডের সরকার। গত মাসেই শিণ্ডের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন ধাঙর গোষ্ঠীর এক নেতা।
তিনতলা থেকে ঝাঁপালেও নরহরি ঝিরওয়ালকে বাঁচিয়ে দিল মন্ত্রালয়ের নীচে বিছনো জাল
সূত্র মারফত খবর, রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তপশীলি জাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা জানিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন। এরপরেই স্লোগান দিতে দিতেই তাঁরা তিন তলা থেকে ঝাঁপ দেন। তিনতলা থেকে ঝাঁপালেও নরহরি ঝিরওয়ালকে বাঁচিয়ে দিল মন্ত্রালয়ের নীচে বিছনো জাল। জালে আটকে প্রাণে বাঁচলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার। জালে আঠকে পড়া ডেপুটি স্পিকারকে উদ্ধার করল পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন কেউ সেভাবে আহত হননি।
২০১৮ সাল থেকে সচিবালয় চত্বরে জাল লাগানো হয়
যদিও ঝাঁপ দিয়ে আত্মহত্যা রুখতে ২০১৮ সাল থেকে সচিবালয় চত্বরে জাল লাগানো হয়। কারণ এর আগেও সচিবালয় থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা উদাহরণ দেখা গিয়েছিল। কিন্তু সেই ঘটনা যাতে পুনরায় আবার ফিরে না আসে, সেই কারণ গোটা সচিবালয়ের ভিতর কড়িডোরের বাইরে তারজালি লাগানো হয়েছে।
আরও পড়ুন, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, দ্রুত শুনানির আর্জিতে 'না'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।