Maharashtra News: ৩ দিন কারেন্ট নেই, বিদ্যুৎ অফিসে গিয়ে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ গ্রামবাসী; ইঞ্জিনিয়ারের উপরও পেট্রোল ঢেলে হামলার চেষ্টা
Fire News: খবর অনুযায়ী, শুক্রবার রাত থেকে বিদ্যুৎ নেই সংশ্লিষ্ট রেভাসা গ্রামে। তাই গ্রামের বাসিন্দারা বারবার জুনিয়র ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।

অমরাবতী : শুক্রবার থেকে এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসের পদাধিকারীদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে গরমে নাস্তানাবুদ অবস্থা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভ উঠল চরমে। আর রাগের বশে সাবস্টেশন অফিস তথা বিদ্যুৎ বিভাগের অফিসে আগুন ধরিয়ে দিল দুই যুবক। মহারাষ্ট্রের অমরাবতী জেলার ভালগাঁওয়ের ঘটনা। অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা এমনকী কর্তব্যরত ইঞ্জিনিয়ারের উপরও পেট্রোল নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গেছে।
খবর অনুযায়ী, শুক্রবার রাত থেকে বিদ্যুৎ নেই সংশ্লিষ্ট রেভাসা গ্রামে। তাই গ্রামের বাসিন্দারা বারবার জুনিয়র ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু, বারবারই তাঁরা ব্যর্থ হয়েছেন। কারণ, ওই দুই ইঞ্জিনিয়ারের ফোন সুইচ অফ ছিল। কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে, গ্রামের কিছু বিক্ষুব্ধ মানুষ চলে যান বিদ্যুৎ দফতরের সংশ্লিষ্ট অফিসে। সোমবার দুপুর ১২টা নাগাদ সেখানে গিয়ে এই কাণ্ড ঘটায় তারা।
ঘটনার সময়, একজন যুবক মোবাইল ফোন ব্যবহার করে কর্তব্যরত ইঞ্জিনিয়ারের ভিডিও রেকর্ড করতে শুরু করে বলে জানা গেছে। অন্য একজন যুবক ইঞ্জিনিয়ারের উপর পেট্রোল ঢেলে দেয়। ইঞ্জিনিয়ার সময়মতো পালিয়ে যেতে সক্ষম হন, অল্পের জন্য গুরুতর ক্ষতি এড়াতে সক্ষম হন। এরপর হামলাকারীরা অফিসের আসবাবপত্রে পেট্রোল ছিটিয়ে দেয় এবং একটি টেবিলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে অফিসের আংশিক ক্ষতি হয়েছে এবং সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হয়।
ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, যুবকরা সাবস্টেশন টেবিলে আগুন ধরিয়ে দিচ্ছে। কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। অগ্নিসংযোগ এবং জনসেবায় বাধা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে, এমনই খবর। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত সকলকে শনাক্ত করতে এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।
এই পরিস্থিতিতে আধিকারিকরা নাগরিকদের উদ্দেশে আর্জি জানিয়েছেন যে, এই ধরনের হিংসাত্মক ঘটনা থেকে বিরত থাকুন। বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনার সব চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। কোনও অভিযোগ থাকলে তা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে জানাতে বলা হয়েছে। প্রসঙ্গত, অত্যধিক গরমের কারণে দেশের বিভিন্ন প্রান্তে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ।






















