এক্সপ্লোর
Advertisement
স্টার হোটেল থেকে ভাত এনে বাঁকুড়ায় দলিতের বাড়িতে খেয়েছেন! অমিত শাহকে কটাক্ষ মমতার
শাহ নিজে সেদিন ট্যুইট করেছিলেন, চতুরদিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে চমত্কার বাঙালি খানা খেলাম। ওদের আতিথেয়তা, অভ্যর্থনার উষ্ণতা ভাষায় প্রকাশ করা যায় না।
কলকাতা: বাঁকুড়া সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনকয়েক আগে জঙ্গলমহল সফরে শাহ স্থানীয় আদিবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। তাকে কটাক্ষ করে আজ মুখ্যমন্ত্রী বললেন, আদিবাসী পরিবারের তৈরি খাবার নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন ফাইভ স্টার হোটেল থেকে ভাত এনে দলিতের বাড়িতে খেয়েছেন! শাহের বাঁকুড়া সফরকে লোকদেখানো, ফটো অপ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। গত ৬ নভেম্বর, বাঁকুড়া সফরে গিয়ে স্থানীয় বাসিন্দা বিভীষণ হাঁসদার বাড়িতে পাত পেড়ে বসে মধ্যাহ্নভোজ সেরেছিলেন শাহ। সোমবার সেখানে গিয়েই মুখ্যমন্ত্রী তাঁকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, কয়েকদিন আগে মাননীয় হোম মিনিস্টার লোক দেখানোর জন্য এসেছিলেন। বাইরে থেকে খাবার এনে দলিতের বাড়িতে গিয়েছিলেন। বাইরে থেকে ব্রাক্ষণ এনে, লোকজন এনে। পাল্টা রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু বলেন, আমি তো দেখলাম আদিবাসী বাড়িতেই রান্নাবান্না হচ্ছে, খেয়েছে। এটা মুখ্যমন্ত্রীর নিম্নরুচির পরিচয় বলেও অভিযোগ করেন তিনি।
Had amazing Bengali food at Shri Vivishan Hansda ji’s home in Chaturdhi village.
No words can express their warmth and hospitality.
চতুরডিহি গ্রামে শ্রী বিভীষণ হাঁসদা জীর বাড়িতে চমৎকার বাঙালী খাবার খাওয়ার সুযোগ পেলাম।
কোনো শব্দই তাদের আতিথেয়তা বর্ণনা করতে পারবেনা। pic.twitter.com/pdeMCEa6Xp
— Amit Shah (@AmitShah) November 5, 2020
শাহ নিজে সেদিন ট্যুইট করেছিলেন, চতুরদিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে চমত্কার বাঙালি খানা খেলাম। ওদের আতিথেয়তা, অভ্যর্থনার উষ্ণতা ভাষায় প্রকাশ করা যায় না।
শাহ, বিজেপির প্রচার মোকাবিলায় রবিবারই বাঁকুড়া যান মুখ্যমন্ত্রী। আজ সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তৃণমূল ফের রাজ্যে ক্ষমতায় আসবে বলে দাবি করে বলেন, আমাদের সরকারই বাংলায় বহাল থাকবে। বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি আরও বেশ কিছু সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। বলেন, আমরা মানুষের কথা ভেবেছি। জুন পর্যন্ত বিনা মূল্যে রেশন সরবরাহ চলবে। মিথ্যা অভিযোগ বেশিদিন টিঁকবে না। অমিত শাহ মিথ্য়া প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ সেটা বুঝে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মমতা এলাকাবাসীর উদ্দেশে এও বলেন, বিজেপি টাকা দিতে এলে নিয়ে নিন, কিন্তু ভোট ওদের দেবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement