এক্সপ্লোর
Dharmendra-Meena Kumari: হ্যান্ডসাম ধর্মেন্দ্রর মুখে কালি লেপে দিয়েছিলেন মীনা কুমারীর স্বামী? প্রতিহিংসা চরিতার্থ করতেই কি
Bollywood Updates: 'ট্র্যাজেডি কুইনে'র জীবনে ধর্মেন্দ্রর ভূমিকা নিয়ে কম চর্চা হয়নি। কোন দিকে গড়িয়েছিল জল? জানুন।—ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/12

৩৩ বছরের সুদীর্ঘ কেরিয়ার। ৯০টি ছবিতে অভিনয় করেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জনপ্রিয়তা ছিল নায়িকার। আজও বিনোদন জগতে 'ট্র্যাজেডি কুইন' হিসেবেই পরিচিত মীনা কুমারী।
2/12

পর্দায় অভিনীত চরিত্রের জন্য ওই তকমা জুটলেও, ব্যক্তিগত জীবন মোটেই মসৃণ ছিল না মীনা কুমারীর। নানা ঘাত-প্রতিঘাতের মোকাবিলা করতে হয়েছে তাঁকে। যেতে হয়েছে ভাঙাগড়ার মধ্যে দিয়ে।
Published at : 22 Dec 2024 09:40 AM (IST)
আরও দেখুন






















