এক্সপ্লোর
Advertisement
কোকাকোলা, থামস আপে নিষেধাজ্ঞা চেয়ে পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের, ৫ লক্ষ টাকা জরিমানা
বিচারপতিরা বলেছেন, পিটিশনারের দাবি, তিনি সমাজকর্মী। পিটিশনের সমর্থনে দেওয়া তাঁর হলফনামায় বলা হয়েছে, পিটিশনের বিষয়বস্তু তাঁর বিশ্বাস ও জ্ঞান মতে সত্য। কিন্তু এই বিষয়ের ওপর কোনও টেকনিক্যাল জ্ঞান ছাড়াই পিটিশনটি জমা দেওয়া হয়েছে। তাঁর দাবির উত্স কী, তা স্পষ্ট প্রতিষ্ঠা করা হয়নি।
নয়াদিল্লি: শরীর, স্বাস্থ্য়ের ক্ষতি করে বলে দাবি করে কোকাকোলা, থামস আপের বিক্রি, ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন জনৈক ‘সমাজকর্মী’। কিন্তু শীর্ষ আদালত তাঁর পিটিশন খারিজ তো করলই, তাঁকে ৫ লক্ষ টাকার দৃষ্টান্তমূলক জরিমানাও করেছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, পিটিশনার উমেদসিন পি চাভদার আইনজীবী জানাতে পারেননি, কেন বিশেষ দুটি ব্র্যান্ডকেই বিচারের জন্য বেছে নেওয়া হল, তাঁর দাবির উত্সই বা কী। বেঞ্চ জানিয়েছে, এক মাসের মধ্যে জরিমানার অর্থ শীর্ষ আদালতের রেজিস্ট্রিতে জমা দিতে হবে, তা প্রদান করা হবে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনকে।
বেঞ্চ বলেছে, পিটিশনার চাভদা সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় আদালতের এক্তিয়ারের প্রয়োগ চেয়েছেন, যা আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলে মনে হয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি অজয় রাস্তোগি।
বিচারপতিরা বলেছেন, পিটিশনারের দাবি, তিনি সমাজকর্মী। পিটিশনের সমর্থনে দেওয়া তাঁর হলফনামায় বলা হয়েছে, পিটিশনের বিষয়বস্তু তাঁর বিশ্বাস ও জ্ঞান মতে সত্য। কিন্তু এই বিষয়ের ওপর কোনও টেকনিক্যাল জ্ঞান ছাড়াই পিটিশনটি জমা দেওয়া হয়েছে। তাঁর দাবির উত্স কী, তা স্পষ্ট প্রতিষ্ঠা করা হয়নি।
শীর্ষ আদালত বলেছে, পিটিশনারের কৌঁসুলির বক্তব্য শুনে তারা এই সিদ্ধান্তে এসেছে যে, ৩২ অনুচ্ছেদের আওতায় ক্ষমতার প্রয়োগ চাওয়া জনস্বার্থে পেশ হওয়া পিটিশনের ক্ষেত্রে বৈধ পদ্ধতি নয়। তাই পিটিশন নাকচের পাশাপাশি দৃষ্টান্তমূলক জরিমানা ঘোষণারও দরকার। আমরা পিটিশন বাতিল করে আবেদনকারীর ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিচ্ছি।
কোকাকোলা, থামস আপ বিক্রি, খাওয়া নিষিদ্ধ করার পাশাপাশি পিটিশনে চাভদার আরও দাবি ছিল, সরকার বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে এসব খেতে না করুক, কারণ এতে শরীরের ক্ষতি হয়। কোকাকোলা, থামস আপের মতো পানীয় বিক্রির লাইসেন্স ও তা খাওয়ায় সম্মতি দিয়ে বিজ্ঞানীদের কোনও বিশ্লেষণী রিপোর্ট থাকলে তা পেশ করতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement