টোল-ট্যাক্স, ট্রাফিক জরিমানা এড়াতে গাড়ির নম্বর প্লেটে মুখ্যমন্ত্রীর নাম লিখলেন হায়দরাবাদের বাসিন্দা
হায়দরাবাদের এই ব্যক্তি যা করেছেন, তাতে স্তম্ভিত পুলিশ!
হায়দরাবাদ: টোল-ট্যাক্স এড়াতে গাড়ির নম্বর প্লেটে মুখ্যমন্ত্রীর নাম লিখলেন এক ব্যক্তি! অভিনব ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। সাধারণত, পার্কিং ফি বা ট্রাফিক জরিমানা এড়াতে অনেকেই গাড়িতে ‘পুলিশ’, ‘প্রেস’, ‘জজ’ বা ‘এমএলএ’ জাতীয় স্টিকার ব্যবহার করে থাকেন। কিন্তু, হায়দরাবাদের এই ব্যক্তি যা করেছেন, তাতে স্তম্ভিত পুলিশ! সটান গাড়িতে লিখে দিয়েছেন ‘এপি সিএম জগন’। তাও আবার স্টিকার নয়। স্থায়ী নম্বর প্লেট। গাড়ির সামনে ও পিছনে একইভাবে জ্বলজ্বল করছে ‘এপি সিএম জগন’। খবরে প্রকাশ, গত ১৯ অক্টোবর, হায়দরাবাদ শহরের জেদিমেতলায় পুলিশের নিয়মমাফিক চেকিং চলছিল। সেই সময় ট্রাফিক পুলিশের নজরে আসে এই গাড়িটি। জানা যায়, গাড়ির মালিকের নাম এম হরি রাকেশ। বাড়ি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। তিনি জানিয়েছেন, পুলিশের চেকিং ও টোল ট্যাক্স এড়াতেই এই পরিকল্পনা করেছেন। পুলিশ যদিও গাড়িটি বাজেয়াপ্ত করে রাকেশের বিরুদ্ধে জালিয়াতি ও কারচুপির মামলা দায়ের করেছে।