Balochistan Terror Attacks: জোড়া নাশকতায় রক্তাক্ত পাকিস্তান, আত্মঘাতী হামলায় বাড়ছে হতাহত, সেনাশিবিরের পর রাজনৈতিক সভায় বিস্ফোরণ
Pakistan Terror Attacks:আতাউল্লার ছেলে সর্দার আখতার মেঙ্গলও ওই সভায় উপস্থিত ছিলেন।

কোয়েট্টা: রাজনৈতিক সভা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ। পাকিস্তানে নিহত কমপক্ষে ১৪। বিস্ফোরণে আহতও হয়েছেন অনেকে। একটি স্টেডিয়ামের পার্কিং লটে সভা চলছিল। সেই সময়ই তীব্র বিস্ফোরণ ঘটে বলে খবর। সেখানে পাক সরকার বিরোধী বালোচিস্তান ন্যাশনাল পার্টির (BNP) অনেকে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। (Balochistan Terror Attacks)
মঙ্গলবার রাতে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বালুচিস্তানের কোয়েট্টা শহরে এই ঘটনা ঘটেছে। সেখানকার সরকারি আধিকারিক হামজা শফত জানিয়েছেন, জাতীয়তাবাদী নেতা তথা ওই অঞ্চলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বালোচিস্তান ন্যাশনাল পার্টির সর্দার আতাউল্লা মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ সভার আয়োজন হয়েছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। (Pakistan Terror Attack)
আতাউল্লার ছেলে সর্দার আখতার মেঙ্গলও ওই সভায় উপস্থিত ছিলেন। তবে তিনি সুরক্ষিত আছেন। বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে খবর। হামজা শফত বলেন, “আমরা যা খবর পেয়েছি, সেই অনুযায়ী, সভাস্থল থেকে যখন বেরোচ্ছিলেন সকলে, সেই সময় বোমা বিস্ফোরণ ঘটে ওই পার্কিং লটে।”
প্রাথমিক তদন্তের এই ঘটনাকে আত্মঘাতী বিস্ফোরণ হিসেবেই দেখছে পুলিশ। মঙ্গলবার দিনভর এমন একাধিক হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে। সাত-সকালে প্রথমে উত্তর-পশ্চিমের বান্নু শহরে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আধাসেনার শিবিরের দেওয়ালে ধাক্কা মারে এক আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণের তীব্রতায় সেনাঘাঁটির দেওয়ালটি গুঁড়িয়ে যায়, যা অন্য জঙ্গিদের ভিতরে ঢুকতে সাহায্য় করে বলে মত পুলিশ প্রধান সাজ্জাদ খান। এর পর আধাসেনার ঘাঁটিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি, যাতে ১২ জন মারা যান, যার মধ্যে ছয় জঙ্গিও ছিল। জানা গিয়েছে, জঙ্গিদের সঙ্গে প্রায় ১২ ঘণ্টা গুলি বিনিময় চলে সেনার।
Quetta: A powerful blast hit Shahwani Stadium after BNP-M’s gathering marking Sardar Attaullah Mengal’s 4th death anniversary.
— The Balochistan Post - English (@TBPEnglish) September 2, 2025
At least 5 killed, dozens injured in suspected suicide bombing. Party chief Akhtar Mengal reportedly escaped unharmed. #Balochistan #QuettaBlast pic.twitter.com/7aWB6M3klp
একই দিনে পর পর এই হামলায় এখনও পর্যন্ত কোনও সংগঠন দায় স্বীকার করেনি। বালুচিস্তানের স্বরাষ্ট্র দফতরের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ঘটনার পর পরই উদ্ধারকার্য শুরু হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন তদন্তকারীরা। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার তীব্র নিন্দা করেন। নিরীহ নাগরিকদের উপর হামসা চালায় যারা, তাদের পরাস্ত করে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন।
গত এক দশক ধরে বালুচিস্তানে উগ্রপন্থা, বিচ্ছিন্নতাকামী আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে পাক সরকারকে। তবে ২০২৪ সাল থেকে সরকার বিরোধিতা, সশস্ত্র সংগ্রাম, নাশকতার ঘটনা লাগাতার বেড়ে চলেছে, যাতে প্রায় ৮০০ মানুষ প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত। আস্ত ট্রেন হাইজ্যাক থেকে সেনাকে লক্ষ্য় করে একের পর এক হামলার ঘটনা সামনে এসেছে। এ বছর জানুয়ারি মাস থেকেই প্রায় ৪৫০ মানুষ প্রাণ হারিয়েছেন বালুচিস্তানে, যাঁদের অধিকাংশই নিরাপত্তাকর্মী। মঙ্গলবার একের পর এক নাশকতার ঘটনা, সেই তালিকায় নয়া সংযোজন। এর নেপথ্যেও বালুচিস্তানের সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি-র হাত দেখছেন কেউ কেউ।






















