ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
GhantaKhanek Sange Suman: মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' শিলান্য়াসের ৪৮ ঘণ্টা আগে নেমে এল শাস্তি । মুখ্য়মন্ত্রীর সভাস্থলে পৌঁছেই তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর । নতুন দল করে ১৩৫টা আসনে লড়ব, তৃণমূলকে হারাব', চ্য়ালেঞ্জ হুমায়ুনের । টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী RSS-মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির মুখ্য়মন্ত্রীকে স্বাগত', হুঙ্কার বিধায়কের । নির্দল দাঁড়ালে বিজেপির সুবিধা, ওদের ভোট নয়', সরব মমতা বন্দ্য়োপাধ্য়ায় । চাকরি-শিক্ষা নয়, মন্দির-মসজিদের রাজনীতি কোন অতলে ঠেলছে রাজ্য়কে? । প্রাথমিকে স্বস্তির ২৪ ঘণ্টার মধ্য়ে উচ্চপ্রাথমিকে ধাক্কা সরকারের । রাজ্য়ের তৈরি ১৬০০ অতিরিক্ত শূন্য়পদ বাতিল করল হাইকোর্ট।
প্রাথমিকে স্বস্তির চব্বিশ ঘণ্টার মধ্য়ে উচ্চপ্রাথমিকে ধাক্কা সরকারের। রাজ্য়ের তৈরি ষোলোশ অতিরিক্ত শূন্য়পদ বাতিল করল হাইকোর্ট। প্রাথমিকের মামলায় স্বস্তির ২৪ ঘণ্টার মধ্য়েই উচ্চ প্রাথমিকের মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার। ২০২২-এ উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই সঙ্গে তিনি বলেন, সরকারের এই উদ্যোগ আসলে, মৃত প্যানেলকে ইঞ্জেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা। ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কর্মশিক্ষায় ৭৫০টি এবং শারীরশিক্ষায় ৮৫০টি শূন্যপদ তৈরি করা হয়। আজ বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, রাজ্য যদি তার Executive Power বা নির্বাহী ক্ষমতা ইচ্ছেমতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারও অধিকার খর্ব করার জন্য রাজ্য তার Executive Power ব্যবহার করতে পারে না।
All Shows































