Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live
ABP Ananda Live: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর। দল থেকে সাসপেন্ড হওয়ার পর আরও রাফ অ্যান্ড টাফ। দ্বিগুণ উদ্যম নিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবীর। পরশু দুপুরে প্রথমে নিজে সভা করবেন, তারপর সেই সভা থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে মসজিদের শিলান্যাস করবেন তিনি। আর হুমায়ুন কবীর মনে করছেন, এই বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্তের কারণেই তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল। মুর্শিদাবাদে অন্য জায়গা ছেড়ে কেন বেলডাঙাতেই বাবরি মসজিদ তৈরি করতে হচ্ছে হুমায়ুন কবীরকে? প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের মূল সমস্যা গঙ্গা ভাঙন নিয়ে কেউ কিছু বলছে না কেন? প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী।
ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আগামীদিনে RSS মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির কেউ মুখ্য়মন্ত্রী হোক, আমি স্বাগত জানাব।' তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে। তারা হচ্ছে দেশের শত্রু। একজন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী! আরকজন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড বিধায়ক!
বৃহস্পতিবার সেই দু'জনই নাম না করে, পরস্পরের বিরুদ্ধে, বিজেপি এবং RSS-ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সুর চড়ালেন!এতদিন কেবল সিপিএম এবং কংগ্রেসের মুখেই তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগ শোনা যেত! বৃহস্পতিবার সরাসরি সেই অভিযোগ তুললেন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড হুমায়ুন কবীর।

















