Sonam Raghuvanshi Arrested : 'স্বামীকে মারো, বিধবা হয়ে তোমাকেই বিয়ে করব', প্রেমিককে উস্কেছিল সোনমই? অনলাইনে কেনা হয়েছিল দা!
Indore Couple : তলায় তলায় ছিল এই প্ল্যান? মেঘালয়ে হানিমুনে হাড়হিম করা হত্য়াকাণ্ডে একের পর এক চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে আসছে।

ইনদৌর: রাজাকে নাকি খুশি মনেই বিয়ে করেছিলেন সোনম। কখনওই নাকি পরিবারের লোকেদের মনে হয়নি মেয়ে এই বিয়েতে রাজি নয়! মেয়ের সঙ্গে অন্য যুবকের মেলামেশার বিষয়টিও নাকি জানত না পরিবারে। মধ্যপ্রদেশের ইনদৌরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীকে বিয়ে করেন সোনম। কিন্তু তলায় তলায় ছিল এই প্ল্যান? মেঘালয়ে হানিমুনে হাড়হিম করা হত্য়াকাণ্ডে একের পর এক চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে আসছে।
সোনম তাঁর প্রেমিক এবং বন্ধুদের সঙ্গে স্থির করে ফেলে কীভাবে স্বামীকে ভিনরাজ্যে নিয়ে গিয়ে খুন করা হবে। ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়। বিয়ের পর সোনমের ব্যবহারে অস্বাভাবিক কিছু মনে হয়নি রাজার পরিবারের । পুলিশ সূত্রে খবর, বিয়ের পর ১৬ মে, সোনম তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে রাজাকে হত্যা করার পরিকল্পনা করে। সোনম নাকি প্রতিশ্রুতিও দিয়েছিল, 'তুমি রাজাকে সরিয়ে দাও, আমি বিধবা হওয়ার পর তোমাকে বিয়ে করব'। সোনম রাজ কুশওয়াহাকে বলে, "চলো রাজাকে মেরে ফেলি এবং ডাকাতির গল্প বানাই। তারপর আমি বিধবা হব । তখন আমার বাবা আমাদের বিয়েতে সম্মতি জানাবেন।" এমনই ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল তারা। এরপর টাকা দিয়ে ভাড়া করেছিল পেশাদার খুনিদের।
এরপর রাজাকে মারার জন্য অনলাইনে একটি দা অর্ডার করে সোনম। পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি থেকে অনলাইনে অর্ডার করা হয়েছিল। ঘটনার ঠিক আগে অভিযুক্তরা সোনমের হোমস্টে থেকে ১ কিমি দূরে একটি হোটেলে থাকছিল। সোনম তাদের সঙ্গে ক্রমাগত লোকেশন শেয়ার করছিল।
২৩শে মে, সোনম রাজাকে ফটোশুটের অজুহাতে একটি নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সে নিজে পিছনে পিছনে হাঁটতে থাকে । সঙ্গে কোনও ডাইড ছিলেন না। তিন জন যুবক রাজার আগে আগে হাঁটছিলেন। এরপর জনমানবহীন জায়গা দেখে, সোনম চিৎকার করে বলে, 'ওকে মেরে ফেলো।' এরপর অভিযুক্ত বিশাল চৌহান কুড়ুল বা দা দিয়ে রাজার মাথায় আঘাত করে। তার সঙ্গে থাকা আরেক অভিযুক্ত আকাশ রাজপুত দূর থেকে বাইকের উপর নজর রাখছিল।
অভিযুক্তরা নাকি সোনমকে ইশারায় বলেছিল, তারা আর পাহাড়ে উঠতে পারছে না। ক্লান্ত হয়ে পড়েছে । সোনম তখন মোটা টাকার খুড়োর কল দেখায়। বলে,'আমি তোমাকে ২০ লক্ষ টাকা দেব, কিন্তু তোমাকে রাজাকে হত্যা করতে হবে।' সোনম নাকি রাজার পার্স থেকে ১৫ হাজার টাকা বের করে তাকে দেয়ও।
২৩ মে রাজাকে খুন করা হয়। সেদিনই সন্ধ্যায় সোনম শিলং থেকে গুয়াহাটি পৌঁছায়। সেখান থেকে সে ট্রেন ধরে বারাণসী হয়ে গাজিপুর যায়। এই সময় সে তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে যাতে পুলিশ তা খুঁজে না পায়। তদন্ত চলাকালীন, একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, সোনম কথা বলছে অভিযুক্তদের সঙ্গে। তারপর সিডিআর এবং কল ট্রেসিংয়ের মাধ্যমে, রাজ কুশওয়াহার অবস্থান ইনদৌরে পাওয়া যায় । সেই সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোনম বুঝতে পারে যে খেলা শেষ হয়ে গেছে। এর পরে, সে উত্তরপ্রদেশের একটি ধাবায় পৌঁছে আত্মসমর্পণ করে।






















