এক্সপ্লোর
Advertisement
১০ কিমি হেঁটে বাঁশের ঝুড়ি পিঠে বাজারে যান মেঘালয়ের আইপিএস অফিসার
১০ কিলোমিটার হেঁটে কিনে আনেন কাছের গ্রামের সবজি ও অন্যান্য সামগ্রী। ব্যবহার করেন না কোনওরকম প্লাস্টিকের ব্যাগ। প্রতি সপ্তাহে বাঁশের ঝুড়ি পিঠে করে পাহাড়ি পথে স্ত্রী-কে নিয়ে বেড়িয়ে পড়েন বাজার করতে। এই রুটিন কোনও গ্রামে থাকা ব্যক্তির নয়, খোদ একজন একজন আইপিএস অফিসারের।
মেঘালয়: ১০ কিলোমিটার হেঁটে কিনে আনেন কাছের গ্রামের সবজি ও অন্যান্য সামগ্রী। ব্যবহার করেন না কোনওরকম প্লাস্টিকের ব্যাগ। প্রতি সপ্তাহে বাঁশের ঝুড়ি পিঠে করে পাহাড়ি পথে স্ত্রী-কে নিয়ে বেড়িয়ে পড়েন বাজার করতে। এই রুটিন কোনও গ্রামে থাকা ব্যক্তির নয়, খোদ একজন একজন আইপিএস অফিসারের।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এই কথা চাউর হতেই ভূয়সী প্রশংসা মেঘালয়ের আইপিএস অফিসারের। রাম সিং নামে ওই আইপিএস অফিসার পশ্চিম গারো পাহাড় অঞ্চলের ডেপুটি কমিশনার। আশেপাশের গ্রামের কৃষকদের সাহায্য আর উদ্বুদ্ধ করার জন্যই এই অভিনব পদক্ষেপ রাম সিং-এর। অনেক সবজি কিনে আনতে বড় ব্যাগ তো লাগবেই। এখানেও অভিনবত্ব রাম সিং-এর। বাজার করতে পিঠে নিয়ে যান গ্রামের মানুষেরই তৈরী বড় বাঁশের বানানো ঝুড়ি। সবজি আনার সঙ্গে সঙ্গে ব্যবহার কমানো হয় প্লাস্টিকেরও।
ইনস্টাগ্রামে এই তাঁর এই সাপ্তাহিক রুটিনের একাধিক ছবি পোস্ট করেন রাম। লেখেন, ‘২১ কিলোমিটারের জৈব সাজ সরঞ্জামের বাজার, কোনও ট্রাফিক জ্যাম নেই, প্লাস্টিকের ব্যবহার নেই, গাড়ি বা দূষণ নেই, বরং প্রাতঃভ্রমণ হয়ে যায়।’ বাজার করতে কখনই একা যান না রাম। সঙ্গে যান স্ত্রী এমনকি তাঁদের ছোট্ট শিশুটিও।
View this post on Instagram
খুব কম যানবাহন ব্যবহার করেন রাম। পায়ে হেঁটে যাওয়াই তাঁর প্রথম পছন্দ। ২০১৭ সাল থেকে গারো পাহাড়ে রয়েছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে তাঁর বিভিন্ন গ্রাম ও পাহাড়ি এলাকায় যাওয়ার একাধিক ছবি। এই প্লাস্টিক আর দূষণের যুগে রাম সিং-এর সবুজ ছবি আর অনুপ্রেরণাদায়ী জীবনযাত্রা নেটদুনিয়ায় সমাদৃত হচ্ছে বার বার।View this post on Instagram
View this post on Instagram
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement