Mercedes Benz GLA : মার্সেডিজের সবথেকে কম দামি গাড়ি ! জানেন কবে আসছে বাজারে ?
অন্যতম বিলাসবহুল গাড়ি নির্মাতা Mercedes Benz GLA সেকেন্ড জেনারেশেন আত্মপ্রকাশ করছে মে মাসেই। আগের Mercedes Benz GLA-র মতো এই গাড়িকে আর হ্যাচব্যাক বলা যাবে না। ডিজাইন পরিবর্তন হওয়ায় এখন এসইউভি না হলেও একটা ক্রসওভার লুক রয়েছে গাড়ির।
২০২০ সালের অটো এক্সপোতেই দেখানো হয়েছিল এই গাড়ি। ঠিক হয়েছিল, অক্টোবরেই বাজারে নামবে Mercedes Benz GLA সেকেন্ড জেনারেশন। যদিও কোম্পানির সেই ইচ্ছায় জল ঢালে করোনা। এবার মে মাসেই ভারতের বাজারে আসছে মার্সেডিজের নতুন এই মডেল।
বুকিং শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। কোম্পানি দাবি করছে, মার্সেডিজের সবথেকে সস্তা মডেল হতে চলেছে এই নতুন গাড়ি। যা নিয়ে উৎসাহের অন্ত নেই অটো ব্লগারদের মধ্যে। গাড়ির দাম জানতে মুখিয়ে রয়েছেন ক্রেতারাও। মিড বা ফুল সাইজের সেডান না হলেও এই ক্রসওভার বদলে দিতে পারে জার্মানির গাড়ি নির্মাতা কোম্পানির ভবিষ্যৎ।
অন্যতম বিলাসবহুল গাড়ি নির্মাতা Mercedes Benz GLA সেকেন্ড জেনারেশন আত্মপ্রকাশ করছে মে মাসেই। কোম্পানি এসইউভি বলতে চাইলেও নতুন মডেলেও তৈরি হয়েছে হ্যাচব্যাকের আদলে। তবে আগের Mercedes Benz GLA-র মতো এই গাড়িকে আর হ্যাচব্যাক বলা যাবে না। ডিজাইন পরিবর্তন হওয়ায় এখন এসইউভি না হলেও একটা ক্রসওভার লুক রয়েছে গাড়ির।
গাড়ির আয়তন বলছে, অনেকটাই বদলে গিয়েছে গাড়ির প্রস্থ। নতুন মডেল ৩০এমএম বেশি চওড়া, উচ্চতাও ১০৪ এমএম বেশি। সেকেন্ড জেনারেশনে ৩০ এমএম বেশি হুইলবেস রাখা হয়েছে গাড়ির। সামনের সিটগুলিতে লেগ স্পেস সামান্য কমিয়ে আনায় ভিতরের জায়গা বেড়ে গিয়েছে গাড়ির। বিলাসবহুল গাড়ির কেবিনের সবকিছুই রয়েছে এই নতুন মডেলে। বুটস্পেসও আগের থেকে বাড়ানো হয়েছে গাড়ির।
নতুন এই গাড়িতে দুটি ভ্যারিয়েন্ট আনছে কোম্পানি। জিএলএ ২০০ ও জিএলএ ২০০ডি মডেল নিয়ে ইতিমধ্যেই বাজারে হৈচৈ পড়ে গিয়েছে। মনে করা হচ্ছে, ৪৩ লক্ষের মধ্যে বাজারে এই গাড়ি নামাবে মার্সেডিজ। যদিও এটা হতে পারে কোম্পানির এক্স শোরুম প্রাইস। বর্তমানে ভারতীয় বাজারে Mercedez Benz GLA-র প্রতিযোগী বলতে , BMW x1, Volvo XC40 ছাড়াও Mini Countryman।
তবে কার এক্সপার্টরা বলছেন, অন্যান্যদের থেকে ভারতীয় বাজারে বেশি রেসপন্স পাবে মার্সেডিজের এই গাড়ি। ব্র্যান্ড ভ্যালু ছাড়াও কোয়ালিটি প্রোডাকশনের ক্ষেত্রে শুধু ভারত নয়, বিশ্ব বাজারে বড় নাম মার্সেডিজ।