Turkey Earthquake: মিরাকল! তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর উদ্ধার ২ মাসের জীবিত শিশু
Earthquake: তুরস্কের হাতায় প্রদেশে (Hatay) একটি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল এই বাচ্চাটি। ভূমিকম্প হওয়ার ১২৮ ঘণ্টা পর এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
Earthquake: মিরাকল! এ যেন সত্যিই ম্যাজিক। তুরস্কে ধ্বংসস্তূপ (Turkey Earthquake) থেকে ১২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে এক দুধের শিশুকে। জীবিত রয়েছে সে। গত সোমবার ভয়াবহ ভূকম্পে (Earthquake) কেঁপে উঠেছিল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৮। এরপর হয়েছে বেশ কিছু আফটার শক। ইতিমধ্যেই প্রায় ২৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভেঙে পড়েছে ৬ হাজারের কাছাকাছি ঘরবাড়ি। কার্যত বিধ্বস্ত অবস্থা তুরস্কে। তার মধ্যেই আশ্চর্যজনক ভাবে উদ্ধার হয়ে এই শিশু। জানা গিয়েছে, শিশুটির বয়স মাত্র ২ মাস। তুরস্কের হাতায় প্রদেশে (Hatay) একটি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল এই বাচ্চাটি। ভূমিকম্প হওয়ার ১২৮ ঘণ্টা পর এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এখনও চলছে উদ্ধারকাজ। হাজার হাজার উদ্ধারকারী কর্মী দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। অন্যদিকে তুরস্কে বরফ পড়া শুরু হয়ে গিয়েছে। হিমশীতল আবহাওয়ার মধ্যে উদ্ধারকাজ চালানো যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। কিন্তু তার মধ্যেই চলছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ। তুরস্কের মিডিয়া সূত্রে খবর, ভূমিকম্পের ৫দিন পর এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে এক ২ বছরের ছোট্ট মেয়ে, ছ'মাসের অন্তঃসত্ত্বা এবং ৭০ বছরের এক বৃদ্ধা। এবার উদ্ধার হয়েছে এই ২ মাসের শিশু।
গত সোমবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এরপর বেশ কয়েকটি আফটার শকও হয়েছিল। তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্প এই শতকে বিশ্বের সপ্তম মারাত্মক ভূমিকম্প হিসেবে পরিগণিত হয়েছে। এর আগে ২০০৩ সালে ইরানে ভূমিকম্পে প্রায় ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বলা হচ্ছে, ১৯৩৯ সালের পর তুরুস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্পই সবচেয়ে মারাত্মক কম্পন। ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল। তুরস্কে মারা গিয়েছেন ২৪,৬১৭ জন। সিরিয়ায় মৃতের সঙ্গে ৩৫০০- এর বেশি।
ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের গাজিয়ানটেপ এলাকা। যা সিরিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রভাব পড়েছে সেখানেও। শুধু তুরস্ক বা সিরিয়াই নয়, প্রবল ভূমিকম্পের মাত্রা নাড়া দিয়েছে পার্শ্ববর্তী লেবানন, ইজরায়েলের মতো দেশকেও। তুরস্ক অঞ্চলে এহেন জোরাল ভূমিকম্পের আঘাত ও তার জেরে এহেন মৃত্যুমিছিল আগে কখনও হয়েছে কি না, মনে করতে পারছেন না কেউই। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের ধুকপুকুনি যতটুকু শোনা যাচ্ছিল, এখন তার সিংহভাগই স্তব্ধ। মৃতের সংখ্য়া এবার তীরের বেগে এগোচ্ছে। তুষারপাত ও হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন উদ্ধারকারীরা।
আরও পড়ুন- ধ্বংসস্তূপের মাঝে নতুন প্রাণ, ভূমিকম্পে মৃত মায়ের নাড়িতে জড়িয়ে জীবন্ত 'আয়া'