এক্সপ্লোর
Advertisement
Mirzapur Controversy: ওয়েবসিরিজের প্রযোজক ও পরিচালকের জবাব তলব সুপ্রিমকোর্টের
মির্জাপুরের কোতয়ালি দেহাত থানায় প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, মির্জাপুরকে একেবারেই ভুলভাবে দেখানো হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের ভাবাবেগে আঘাত করেছে।
নয়াদিল্লি: এবার মির্জাপুরের প্রযোজক এবং পরিচালকের জবাব তলব করল সুপ্রিমকোর্ট। ওয়েবসিরিজের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন শীর্ষ আদালতের আইনজীবী। তিনি মির্জাপুরের আদি বাসিন্দা। ৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
অভিযোগ, ওয়েব সিরিজে দেখানো হয়, সন্ত্রাসাবাদীদের যোগ আছে। যার প্রবাব পড়ছে চাকরি সহ সমাজ জীবনে। ওয়েব সিরিজের তৃতীয় পর্যায়ের শ্যুটিং শুরু হয়েছে। এই অভিযোগ জমা পড়ার পর নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।
মির্জাপুরের কোতয়ালি দেহাত থানায় প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, মির্জাপুরকে একেবারেই ভুলভাবে দেখানো হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের ভাবাবেগে আঘাত করেছে। ভারতীয় দন্ডবিধির ২৯৫, ৫০৪, ৫০৫, ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রযোজকের আইনজীবী আদালতে জানিয়েছেন, যে অভিযোগ দায়ের করা হয়েছে তা একেবারেই ভুল। কারও ধর্মীয় আবেগে আঘাত করা বা সামাজিক সমস্যা সৃষ্টি করা নির্মাতাদের উদ্দেশ্য নয়।
তাণ্ডব নিয়ে বিতর্কের মাঝে ফের আরেক ওয়েব সিরিজ তৈরি হল বিতর্ক। এসকে কুমার নামে এক ব্যক্তি এই পিটিশন দাখিল করেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, ওয়েব সিরিজে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং বেআইনি কাজকর্ম দেখানো হয়েছে। অরবিন্দ চতুর্বেদী নামে এক সাংবাদিক প্রথম এই ওয়েব সিরিজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মির্জাপুর কোতওয়ালি থানায় মির্জাপুর ২-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, আমাজন প্রাইম সহ মির্জাপুর প্রযোজক রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার, ভূমিকা গোন্দালিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
গত বছর ১৫ অক্টোবর আইনজীবী শশাঙ্ক শেখর ঝা-এর পিটিশনের ভিত্তিতে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেটফ্লিক্স, আমাজন প্রাইমের উপর আধিপত্য কায়েমের কথা বলা হয় ওই পিটিশনে। এদিকে তাণ্ডব নিয়ে চলছে তরজা। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিতর্কের কেন্দ্রে 'তাণ্ডব'। সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকে একাধিক পিটিশন জমা পড়েছে। ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনদের একাংশের অভিযোগ। ওয়েব সিরিজের বিরুদ্ধে লখনউ, মুম্বই, গ্রেটার নয়ডাতে তিনটি জায়গাতে এফআইআর জমা পড়েছে। ভারতের আমাজন প্রাইম ভিডিও-র প্রধান এবং ছবির নির্মাতারদের বিরুদ্ধে এফাআইআর দায়ের করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement