Mamata Banerjee: মমতার 'সাধু' মন্তব্যের প্রতিবাদে সন্ত অভিযান যাত্রা, অভিনব মিছিল কলকাতায়
Mamata Banerjee: সাধুদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার কলকাতার রাস্তায় বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রার আয়োজন করা হয়েছে।
কলকাতা: সম্প্রতি একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারত সেবাশ্রমের সাধু কার্তিক মহারাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রার (Santa Abhijan Jatra) আয়োজন করা হল মহানগরে। বাগবাজারে অবস্থিত মা সারদার বাড়ি থেকে মিছিল যাওয়ার কথা বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুদের এই মিছিল (Monk rally in Kolkata) গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার ও বিধান সরণি হয়ে সিমলা স্ট্রিটে যাওয়ার কথা। কলকাতার পাশাপাশি কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মিছিল বের করতে দেখা যায় সেখানকার সাধু-সন্তদেরও।
কলকাতায় বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে আয়োজিত সন্ত অভিযান যাত্রার অংশ নেওয়া সাধুরা তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের তীব্র নিন্দা করে অবিলম্বে এই বিষয়ে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। বিক্ষোভে অংশ নেওয়া একজন সাধু অভিযোগ করেন, যেভাবে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের মতো মহান একজন সাধুর নামে বিতর্কিত মন্তব্য করেছেন তা কখনই মেনে নেওয়া যায় না। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখার জন্য তিনি যে মন্তব্য সাধুদের নামে করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই এই মন্তব্যের জন্য অবিলম্বে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের রাস্তায় হাঁটব।
এদিকে কলকাতার রাস্তায় আচমকা বিশাল সংখ্যক সাধু-সন্তদের মিছিল দেখে হতবাক হয়ে গেছেন সাধারণ মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলের সাক্ষী হলে সাধু-সন্তদের এই ধরনের প্রতিবাদ মিছিল আগে কোনওদিন তাঁরা দেখেননি বলেও উল্লেখ করেছেন। সাধুদের এই বিশাল মিছিলের জেরে সমস্যা পড়েছে প্রশাসনও। কীভাবে ঠাণ্ডা মাথায় তাঁদের নিয়ন্ত্র করা যায় তা নিয়েই এখন হিমশিম খাচ্ছে পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। মিছিলে যোগ দেওয়া প্রচুর সাধুকে খালি গায়ে ও খালি পায়ে হাতে খঞ্জনি এবং শঙ্খ বাজাতে বাজাতে কলকাতায় রাস্তায় হেঁটে যাচ্ছেন। মমত বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের অপমান করেছেন বলেই তাঁদের দাবি।
এপ্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের খুশি করার জন্যই এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাঁর মন্তব্যের জেরে সমস্ত সাধুদের অপমান হয়েছে। আপনারা জেনে রাখুন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই রাজ্যে কোনও দলই রাজনীতি করতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী। একজন তৃণমূল বিধায়ক বলেছেন আমাদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। এই কথা শুনে কার্তিক মহারাজ কখনও চুপ থাকতে পারেন না।?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।