এক্সপ্লোর
Advertisement
বিহারের অনাথ আশ্রমে নাবালিকাদের গণধর্ষণে দোষী সাব্যস্ত প্রাক্তন বিধায়ক ব্রজেশ ঠাকুর ও আরও ১৮
অপরাধীদের মধ্যে ব্রজেশ ছাড়াও আছে ওই এনজিও-র কয়েকজন কর্মী ও বিহারের সমাজ কল্যাণ দফতরের কয়েকজন আধিকারিক।
নয়াদিল্লি: মুজফ্ফরপুরে অনাথ আশ্রমে নাবালিকাদের উপর যৌন অত্যাচারের ঘটনায় বিহারের প্রাক্তন বিধায়ক ব্রজেশ ঠাকুরকে দোষী সাব্যস্ত করল দিল্লি আদালত। এই ঘটনায় বিহার পিপলস পার্টির নেতা ছাড়া আরও ১৮ জনকে অপরাধী ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি শাস্তি ঘোষণা করতে পারে আদালত।
ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে নাবালিকাদের ধর্ষণ, গণধর্ষণের অভিযোগ প্রমাণ হয়েছে আদালতে।
সরকারের সহযোগিতায় চলা ব্রজেশ ঠাকুরের এই এনজিওতে ছোট-ছোট মেয়েদের উপর চলত শারীরিক নির্যাতন, ধর্ষণ। ২০১৮ সালে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স একটি সোশ্যাল অডিট করার সময় বিষয়টি সামনে আসে। সংস্থার তরফে বিহার সরকারকে একটি বিস্তারিত রিপোর্টও জমা করা হয়। ওই আশ্রমের ৪২ জন মেয়ের উপর যৌন অত্যাচার করার কথা বলা হয়।
ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২০১৮ সালের মার্চ মাসে আদালত ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। তার মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন মহিলা। ধর্ষণ করার ঘৃণ্য ষড়যন্ত্র ও যৌন নির্যাতনের (penetrative sexual assault) অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদের মধ্যে ১ জন পলাতক। অপরাধীদের মধ্যে ব্রজেশ ছাড়াও আছে ওই এনজিও-র কয়েকজন কর্মী ও বিহারের সমাজ কল্যাণ দফতরের কয়েকজন আধিকারিক।
অসহায় নাবালিকাদের উপর দীর্ঘদিন ধরে এই ঘৃণ্য অপরাধ সংগঠিত করার শাস্তি কী হয়, সেই দিকেই তাকিয়ে এখন গোটা দেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement