এক্সপ্লোর
Advertisement
নাদনঘাটে দুয়ারে সরকার কর্মসূচিতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে জখম ১০, সরকার এতদিন কাজ করেনি, তাই লম্বা লাইন! কটাক্ষ বিজেপির
অভিযোগ, সকাল ১০টায় গেট খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। পড়ে গিয়ে পদপিষ্ট হন ৫ মহিলা সহ অন্তত ১০ জন। আহত মহিলা নবু বিবি বলেন, স্বাস্থ্য কার্ড করাতে গিয়েছিলাম,পড়ে যাই, গায়ের ওপর দিয়ে লোকে চলে গেছে, বুকে পেটে চোট পেয়েছি। হাজিদ আলি শেখ নামে আরেক আহত অভিযোগ করেন, কোনও সিভিক ছিল না, পরে আসে। স্থানীয়রাই উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ।
রানা দাস, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের নাদনঘাটে দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন ৫ মহিলা সহ অন্তত ১০ জন। সরকার কাজ করেনি এই ঘটনা তারই প্রমাণ, কটাক্ষ বিজেপির। যারা রাজনীতি করছে, তাদের ত্রিসীমানায় দেখা যায়নি, পাল্টা আক্রমণ তৃণমূলের।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। পূর্ব মেদিনীপুরের নাদনঘাটের নসরতপুরে স্থানীয় স্কুলে দুয়ারে সরকার কর্মসূচির শিবির খোলা হয়েছে। অভিযোগ, সকাল ১০টায় গেট খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। পড়ে গিয়ে পদপিষ্ট হন ৫ মহিলা সহ অন্তত ১০ জন। আহত মহিলা নবু বিবি বলেন, স্বাস্থ্য কার্ড করাতে গিয়েছিলাম,পড়ে যাই, গায়ের ওপর দিয়ে লোকে চলে গেছে, বুকে পেটে চোট পেয়েছি। হাজিদ আলি শেখ নামে আরেক আহত অভিযোগ করেন, কোনও সিভিক ছিল না, পরে আসে। স্থানীয়রাই উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ।
দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তৃণমূল সরকারকে কটাক্ষ করে পূর্ব বর্ধমান বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের অভিযোগ, সরকার এতদিন কাজ করেনি, তাই লম্বা লাইন। পুরোটাই অব্যবস্থা ছিল। স্বপন দেবনাথ বলেন, ভিড়ে ধাক্কাধাক্কি হয়, বারণ করা হয়। আরও ২ দিন ডেট আছে বলা হয়। যারা রাজনীতি করছে তারা ত্রিসীমানায় নেই।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ফের শুরু হয় দুয়ারে সরকার কর্মসূচি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement