এক্সপ্লোর
Advertisement
কং-জেডি (এস) 'অশুভ' জোটকে কটাক্ষ, বিধানসভায় শক্তিপরীক্ষায় জয় হবেই, ১০০ শতাংশ নিশ্চিত, বললেন ইয়েদুরাপ্পা, ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের ঘোষণা
বেঙ্গালুরু: মানুষ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করলেও কংগ্রেস-জেডি (এস) ক্ষমতা কব্জা করতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করলেন বি এস ইয়েদুরাপ্পা। দুদলের জোটকে অশুভ আখ্যা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজভবনে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে তিনি বিধানসভায় শক্তিপরীক্ষায় উতরে যাওয়ার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বলেও জানান ইয়েদুরাপ্পা। বলেন, আস্থাভোটে জয় সম্পর্কে আমি নিশ্চিত। পাঁচ বছরের মেয়াদও পূর্ণ করবে আমার সরকার।
গতকাল রাজ্যপাল বিতর্কিত সিদ্ধান্তে তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৫ দিন সময় দেওয়ায় কংগ্রেস-জেডি (এস) জোট তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়। তবে তাঁর শপথ গ্রহণ ও সরকার গঠনে বিরোধীদের আপত্তি সু্প্রিম কোর্টে গৃহীত না হওয়ায় আজ সকালে শপথ নেন ইয়েদুরাপ্পা। প্রথম সাংবাদিক সম্মেলন করে বিধায়কদের বিবেকের নির্দেশ মেনে, জনতার রায়কে মর্যাদা দিয়ে ভোট দিতেও আবেদন করেন ইয়েদুরাপ্পা। বলেন, আমি ১০০ শতাংশ নিশ্চিত, আস্থা ভোটে জিতবই। জনগণের সমর্থন রয়েছে আমার ও আমার দলের সঙ্গে। এবার বিধানসভায় ১১২ জন বিধায়কের সমর্থনের প্রমাণ পেশ করতে হবে তাঁকে। প্রসঙ্গত, বিজেপির বর্তমান বিধানসভায় শক্তি ১০৪। ৮টি আসন কম রয়েছে।
এদিকে শক্তিপরীক্ষার প্রমাণ দেওয়ার আগেই শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছেন ইয়েদুরাপ্পা। পাশাপাশি একাধিক আমলা, পুলিশকর্তাকে বদলি করেও প্রশাসনের মাথায় বড় ধরনের রদবদল করেছেন তিনি। পূর্ত দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এম লক্ষ্মীনারায়ণকে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত চিফ সেক্রেটারি করা হয়েছে। সিনিয়র আইপিএস কর্তা অমর কুমার পান্ডেকে গোয়েন্দা বিভাগের এডিজিপি পদে বসানো হয়েছে।
এদিন তিনি শপথও নেন ঈশ্বর ও কৃষকের নামে। তাঁকে 'রায়তু বন্ধু' অর্থাত্ 'কৃষক মিত্র' বলে তুলে ধরে প্রচারে গিয়েছিল বিজেপি। রাজভবন মোদী, মোদী ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, স্লোগান দেন বিজেপি কর্মীরা। সাদা সাফারি স্যুটের সঙ্গে সবুজ শালে সেজেছিলেন তিনি। শপথ নিয়ে যাওয়ার আগে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেন ইয়েদুরাপ্পা। সঙ্গে ছিলেন দুই ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র, বি ওয়াই বিজয়েন্দ্র, দুই কেন্দ্রীয় মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া, প্রকাশ জাভরেকর, বিজেপি সাধারণ সম্পাদক পি মুরলিধর রাও সহ দলের প্রথম সারির রাজ্য নেতারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement