Bangladesh News: ভুয়ো ভোটার, আধার এবং প্যানকার্ড দিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস
ABP Ananda Live: ভুয়ো ভোটার, আধার এবং প্যানকার্ড দিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনায় ছড়ানো চক্র। এখনও পর্যন্ত অন্তত ৭৩ জন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে ভারতীয় পাসপোর্ট, আদালতে এমনটাই দাবি করেছেন সরকারি আইনজীবী। পুলিশ সূত্রে দাবি, এই সংখ্য়াটা সব মিলিয়ে ২৫০-ও হতে পারে। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ডাকবিভাগের একজন স্থায়ী ও একজন অস্থায়ী কর্মীও রয়েছেন।
৫ অগাস্টের পর থেকে, বাংলাদেশে জেল ভেঙে পালানো শয়ে শয়ে বন্দি এখনও পলাতক। যা কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি তো? ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি মডিউল তৈরির পরিকল্পনা নেই তো? আশঙ্কাটা বাড়ছে কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট....নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দু-দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। সম্প্রতি কর্ণাটকের চিত্রদূর্গ থেকে ৬ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে। সেখান থেকে কর্ণাটকে পৌঁছন।