এক্সপ্লোর
Advertisement
ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহভাজন পাকিস্তানি নাবালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ সেনাবাহিনীর
রাজৌরি, জম্মু-কাশ্মীর: ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার সন্ধে নাগাদ নিয়ন্ত্রণরেখার কাছে এক সন্দেহভাজন পাকিস্তানি নাবালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করল ভারতীয় সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের কাছে গতকাল এই নাবালককে ধরে সেনা জওয়ানরা।
ওই পাক অনুপ্রবেশকারী নাবালকের নাম আশফাক আলি চৌহান। ছেলেটির বাবা বালুচ রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনা হুসেন মালিক। নাবালকের বাড়ি পাক অধিকৃত কাশ্মীরের ভিমবের জেলার তেহসিল সামানির দুঙ্গার পেল গ্রামে।
শুক্রবার সন্ধেবেলা ওই সময় এলাকায় টহল দিচ্ছিল ভারতীয় সেনা জওয়ানরা। হঠাত্ই সন্দেহজনকভাবে নাবালককে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায়। নাবালককে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সে নিজেই ভারতীয় জওয়ানদের কাছে আত্মসমর্পন করে বলে জানা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে ওই নাবালককে পাক সেনাবাহিনীর পরোক্ষ সম্মতিতে এখানে পাঠিয়েছিল জঙ্গিরা। মূলত জঙ্গি অনুপ্রবেশের রাস্তা খতিয়ে দেখার জন্যেই তাকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত তাকে জম্মু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আরও জিজ্ঞাসাবাদের জন্যে।
প্রসঙ্গত, ইদানিং ভারত-পাক সীমান্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কারণ দিয় কয়েক আগেই পুঞ্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক সেনাবাহিনী। তারপর ভারতে ঢুকে দুই ভারতীয় জওয়ানকে মেরে তাঁদের মুণ্ডচ্ছেদের ঘটনায় কার্যত এখন ফুঁসছে সারা দেশ। যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে ইসলামাবাদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement