গোরক্ষপুর: চলতি বছরে বিআরডি হাসপাতালে ১,২৫৬ শিশুমৃত্যু হয়েছে, শুধুমাত্র অগাস্টেই ২৯৬!
গোরক্ষপুর: চলতি বছরে এখনও পর্যন্ত গোরক্ষপুরের বাবা রাঘব দাস (বিআরডি) মেডিক্যাল কলেজ হাসপাতালে ১,২৫৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র অগাস্ট মাসেই মারা গিয়েছে ২৯৬ শিশু। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হল হাসপাতালের তরফে।
বুধবার, হাসপাতালের প্রিন্সিপাল পি কে সিংহ জানান, অগাস্টে মৃত্যু হওয়া শিশুদের মধ্যে নিও-ন্যাটাল আইসিইউতে ২১৩ শিশুর এবং এনসেফ্যালাইটিস, শিশু ও নবজাতক ওয়ার্ডে ৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
গোরক্ষপুরের অতিরিক্ত অধিকর্তা (স্বাস্থ্য) পুষ্কর আনন্দ জানান, গত ২৪-ঘণ্টায় এনসেফ্যালাইটিসে আক্রান্ত ১৭ শিশুর ভর্তি হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘন্টায় শিশু মৃত্যুর সংখ্যা ৪২ ছুঁয়েছে।
এর আগে, গত ২৭ ও ২৮ অগাস্ট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিও-ন্যাটাল ওয়ার্ডে ২৬ জন এবং এনসেফ্যালাইটিস ওয়ার্ডে ১১ জন শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিমাসে কত শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, তার হিসেবও দেন পুষ্কর। সেই দেওয়া তথ্য অনুযায়ী, মাস হিসেবে মৃত শিশুর সংখ্যা এরকম— জানুয়ারি-১৫২, ফেব্রুয়ারি-১২২, মার্চ-১৫৯, এপ্রিল-১২৩, মে-১৩৯, জুন-১৩৭ এবং জুলাই-১২৮।
তিনি জানান, বিভিন্ন রকমের জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুরা। বলেন, অকালপ্রসবের ফলে শিশুদের মধ্যে স্বাভাবিকের তুলনায় কম ওজন, জন্ডিস, নিউমোনিয়া, সংক্রামক রোগ এবং এনসেফ্যালাইটিস দেখা দেয়। তাঁর দাবি, হাসপাতালে যত শিশু ভর্তি হয়, অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক থাকে। তাদের আগে আনা হলে, শিশুদের বাঁচার সম্ভাবনা বাড়তে পারে।