এক্সপ্লোর
১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ স্কুল শিক্ষকের, গ্রেফতার প্রধান শিক্ষিকা
![১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ স্কুল শিক্ষকের, গ্রেফতার প্রধান শিক্ষিকা 13 Years Old Girl Raped By School Teacher Principal Arrested ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ স্কুল শিক্ষকের, গ্রেফতার প্রধান শিক্ষিকা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/03104129/rape.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: নভি মু্ম্বইয়ের এক স্কুলে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করল স্কুলেরই এক শিক্ষক। খবর প্রকাশ্যে আসায় ছাত্রীর বাবা-মা সহ এলাকার স্থানীয় বাসিন্দারা স্কুলে গিয়ে ভাহচুর করে। পুলিশে গিয়ে ছাত্রীর বাবা-মা অভিযোগ জানালে, পুলিশ গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি সমস্ত ঘটনা জেনেও, পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি।
গত কয়েকমাস ধরেই ছাত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাছিল অভিযুক্ত শিক্ষক। কিন্তু ঘটনাটি এই প্রথম প্রকাশ্যে আসে কারণ, ছাত্রীটি তার মায়ের কাছে পেটে যন্ত্রণা হচ্ছে, এমন অভিযোগ জানায়। এরপর ওই নাবালিকাকে চিকিত্সকের কাছে নিয়ে গেলে, তিনি জানান, নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা।
এরপরই নাবালিকা তার মায়ের কাছে অভিযোগ জানায়, তার স্কুলের শিক্ষক হুমকি দিয়ে তাকে দুবার ধর্ষণ করে। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নেরুল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেলে, তার বিরুদ্ধে যথা সময় পদক্ষেপ না নেওয়ার জন্যে গ্রেফতার করা হয় ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)