এক্সপ্লোর
ঝাড়খণ্ডের দুমকায় ‘ধর্মান্তরণের চেষ্টা’, গ্রেফতার ১৬

ফাইল ছবি
দুমকা: ঝাড়খণ্ডের দুমকা জেলায় ধর্মান্তরণের চেষ্টা করার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হল। তাঁদের সঙ্গে একটি খ্রিস্টান মিশনারির যোগ আছে বলে জানা গিয়েছে। পুলিশ সুপার কিশোর কৌশল এই খবর জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ধৃত ১৬ জন সহ ২৫ জন ধর্মপ্রচারকের বিরুদ্ধে আদিবাসীদের উপাসনাস্থলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বৃহ্স্পতিবার রাতে তাঁদের আটকে রেখেছিলেন গ্রামবাসীরা। ফুলপাহাড়ি গ্রামের প্রধান রমেশ হেমব্রমের অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাঁদের আটক করা হয়। এরপর তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, ‘গ্রেফতার হওয়া ১৬ জনের মধ্যে ৭ জন মহিলা। তাঁদের সঙ্গে খ্রিস্টান মিশনারিদের যোগ আছে। অভিযুক্তদের কাছ থেকে ধর্মীয় বইপত্র ও পোস্টার উদ্ধার হয়েছে। হেমব্রমের অভিযোগ, গত কয়েক মাস ধরেই মিশনারিগুলি গ্রামবাসীদের খ্রিস্টান করে তোলার চেষ্টা করছে। তিনি এর বিরোধিতা করেছেন। আমরা এই অভিযোগ খতিয়ে দেখছি। এটা সংবেদনশীল বিষয়।’ শিকারিপাড়া থানার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ কুমার ঠাকুর জানিয়েছেন, ঝাড়খণ্ডে ২০১৭-র সেপ্টেম্বরে ধর্মীয় কার্যকলাপের স্বাধীনতা আইন ভঙ্গ করে ধর্মান্তরণের চেষ্টার পিছনে কারা আছে, সেটা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। গত বছর এই আইন জারি হওয়ার পর এই প্রথম ধর্মান্তরণের চেষ্টার কথা জানা গেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















