এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক অষ্টাদশীকে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা
উন্নাও: বৃহস্পতিবার রাতে প্রকাশ্য রাস্তার ওপর এক অষ্টাদশীকে জীবন্ত পুড়িয়ে মারল একদল অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। ঘটনায় গোটা উন্নাও জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনা ঘটার ঠিক ২৪ ঘণ্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, উত্তরপ্রদেশ এখন মহিলাদের জন্য অন্যতম নিরাপদ রাজ্যে পরিণত হয়েছে।
এক নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় যোগী আদিত্যনাথ দাবি করেন, এখন অপরাধীরা এরাজ্যের আইনকে রীতিমত ভয় করে। কিন্তু তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশে এমন এক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অষ্টাদশী ওই কিশোরী বিকেল সাড়ে চারটের সময় সাইকেলে চেপে কাছের একটি বাজারে যাবে বলে বেরিয়েছিল। আচমকাই তাকে ফাঁকা রাস্তায় ঘিরে ধরে অজ্ঞাতপরিচয়ের একদল দুষ্কৃতী। তারপর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে জ্যন্ত পুড়িয়ে মারা হয়। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উন্নাওয়ের বারা সাগর জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পরই সাহায্যের জন্যে চিৎকার করে ওঠে ওই কিশোরী। তখন সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা সাহায্যে ছুটে এলেও, মেয়েটিকে শেষপর্যন্ত বাঁচানো যায়নি।Girl burnt to death by unidentified miscreants on a road in Unnao's Bara Sagwar. She was going to a nearby market on her bicycle which was recovered from the spot. Body sent for postmortem pic.twitter.com/l5x5KMryc2
— ANI UP (@ANINewsUP) February 22, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement