এক্সপ্লোর
Advertisement
তরুণীকে অপহরণের চেষ্টা, তাড়া করে উদ্ধার পুলিশের
নয়াদিল্লি: গাড়িতে লিফট দেওয়ার নামে করে এক তরুণীকে অপহরণ করার চেষ্টা করেছিল তিন যুবক। তাদের গাড়ির পিছনে ৬ কিলোমিটার ধাওয়া করে ধরে ফেলল পুলিশ। তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাদের নাম সচিন চৌধুরী (৩২), শিব কুমার (৩২) ও সৌরভ (৩৪)। জেরার মুখে তারা অপরাধের কথা স্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির মজনু কা তিলা অঞ্চলে এই ঘটনা ঘটে। ওই তরুণী তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে বাসের অপেক্ষা করছিলেন। অভিযুক্তরা প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল। তারা ওই তরুণীকে দেখে এক এক করে গিয়ে তাদের সঙ্গে কথা বলে ভুলিয়ে তাদের গাড়িতে তোলে। এরপর ওই তরুণকে মারধর করে তাঁর মোবাইল ফোন ও টাকার ব্যাগ কেড়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়।
ওই তরুণ কাছেই দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ি দেখতে পেয়ে ঘটনা জানান। পুলিশ এরপর পিছু ধাওয়া করে ওই গাড়িটিকে ধরে ফেলে। ধৃত তিন জনের মধ্যে একজন অতীতে বেআইনি অস্ত্র রাখা এবং অন্য একজন ডাকাতির দায়ে ধরা পড়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, মারধর এবং ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement