পরিচয়পত্র ছাড়াই ৬ লক্ষ টাকা বদল, সাসপেন্ড ২ ব্যাঙ্ককর্মী, পুলিশে অভিযোগ দায়ের
হায়দরাবাদ: পরিচয়পত্র না দেখিয়ে ৬ লক্ষ টাকা মূল্যের বাতিল নোট বদল করার জন্য ২ ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। ঘটনাটি হায়দরাবাদের।
জানা গিয়েছে, সরুরনগরে সিন্ডিকেট ব্যাঙ্কের কমলা নগর শাখার ২ কর্মীর বিরুদ্ধে রবিবার রাতে অভিযোগ দায়ের করেন সেই শাখারই ম্যানেজার।
অভিযোগ, গত শনিবার ব্যাঙ্কের কেরানি পদে কর্মরত ভি মল্লেশ ৬ লক্ষ মূল্যের বাতিল হওয়া ১০০০ ও ৫০০ টাকার নোট ক্যাশিয়ার রাধিকাকে দেন। বদলে ক্যাশিয়ার সম-মূল্যের নতুন ২০০০ টাকার নোট মল্লেশকে দেন।
সেদিনই রাতে হিসেব মেলানোর সময় বিষয়টি ম্যানেজারের নজরে আসতেই পরের দিন তিনি মল্লেশ ও রাধিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান।
পুলিশ দুজনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, অনৈতিক কার্যকলাপের জন্য দুই অভিযুক্তকে সাসপেন্ড করেন ব্যাঙ্ক ম্যানেজার।
এরপরে, মল্লেশ ৫.৬ লক্ষ টাকা ব্যাঙ্কে ফেরত দেন। তাঁর দাবি, বাকি টাকা তিনি খরচ করে ফেলেছেন।
যদিও পুলিশের অনুমান, মল্লেশ অন্য কারও হয়ে ওই টাকা বদল করেছে। তাঁরা মল্লেশকে জেরা করে টাকার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে।
আরবিআই নিয়মানুসারে, একজন ব্যক্তি আধার, ভোটার, প্যান বা অন্য পরিচয়পত্র দেখিয়ে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত পুরনো নোট হাতেহাতে বদল করতে পারেন।