নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ পাক সেনার, আহত ২ নাগরিক, জবাব ভারতের
জম্মু: ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান সেনা। বুধবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা ছাউনি ও গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ করে পাক সেনা। এই ঘটনায় ২ সাধারণ নাগরিক আহত হয়েছেন। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
সেনা মুখপাত্র জানান, সকাল সওয়া আটটা নাগাদ নিয়ন্ত্রণরেখা লাগোয়া পুঞ্চ ও ভিম্বর গলি সেক্টরে বিনা প্ররোচনায় ভারতীয় সামরিক ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ শুরু করে পাক সেনা। একইসঙ্গে, সীমান্ত লাগোয়া জনপদ লক্ষ্য করেও গুলি ও মর্টার ছোঁড়ে পাক সেনা। ওই হামলায় ২ সাধারণ নাগরিক আহত হয়েছেন।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর পুঞ্চের বালাকোট সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তান গুলিবর্ষণ করলে ২ ভারতীয় জওয়ান আহত হন। তার আগের দিন, আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা লাগোয়া পুঞ্চ, রামগড়, আর এস পুরা ও আর্নিয়া সেক্টরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। ওই হামলার কারণে সীমান্ত লাগোয়া গ্রামে বসবাসকারী প্রায় ২০ হাজার মানুষ অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছে।